ফাইল চিত্র।
রাজ্য সরকারের নিযুক্ত অসংগঠিত কর্মচারীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ইউটিইউসি। এর আগে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের আঞ্চলিক কমিটির সভায় সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, বন সহায়ক, প্যারা টিচার ইত্যাদি ক্ষেত্রগুলির অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের অন্তর্ভুক্ত করার বিষয়টি উত্থাপন করেছিলেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ। রাজ্যের শ্রম সচিব পিএফ আঞ্চলিক কমিটিরও সভাপতি। ওই প্রস্তাব সরকারের বিবেচনার জন্য পাঠানোর অনুরোধ করা হয়েছিল। ইতিমধ্যেই বিহার সরকার সিভিক ভলান্টিয়ার-সহ বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের পিএফের আওতাভুক্ত করেছে। অশোকবাবুর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, এ রাজ্যে সরকারি ভাবে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সামাজিক সুরক্ষার ছাতার তলায় নথিভুক্ত করা হোক।