Upper Primary Recruitment

উচ্চ প্রাথমিকের অবস্থানে উচ্ছেদ

পুলিশ মেরেধরে তাদের তুলে দেয় এবং ১৪ জনকে গ্রেফতার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৪:০২
Share:

উচ্চ প্রাথামিক নিয়োগ প্রার্থী দের অবস্থান

গত পাঁচ বছরে উচ্চ প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়েছেন ২৮ হাজারেরও বেশি প্রার্থী। মামলার জটে দীর্ঘ দিন আটকে রয়েছে নিয়োগ। দ্রুত নিষ্পত্তি ও নিয়োগের দাবিতে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবের কাছে অবস্থানে বসেছিলেন উচ্চ প্রাথমিক প্রার্থীরা। কিন্তু পুলিশ মেরেধরে তাদের তুলে দেয় এবং ১৪ জনকে গ্রেফতার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের। নিয়োগ-প্রার্থীদের সমর্থন করে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার অভাবেই ২০১৪ থেকে নিয়োগ স্থগিত হয়ে আছে। পুলিশের আচরণের নিন্দা করে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement