Amit Shah

প্রকৃতির অগ্নিবাণের মধ্যেই শুক্রে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কর্মসূচি কোথায় কখন?

পঞ্চায়েত ভোটের আগে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বীরভূমের সভা সেরে কলকাতায় আসবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২০:৪৩
Share:

শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

চৈত্রের দহনে জ্বলছে রাজ্য। উষ্ণতম মরসুমে বাংলা নববর্ষের প্রাক্কালে চড়তে পারে রাজনীতির পারদ। শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বছরেই রয়েছে পঞ্চায়েত ভোট। বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে শাহি সফর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার রাজ্যে কখন, কোথায় পা রাখবেন শাহ, তা জানানো হয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার জন্য শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ গাড়িতে করে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছবেন শাহ। এর পর সকাল সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে করে বাংলার উদ্দেশে আকাশপথে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছবে শাহের বিমান। এর পর সেখান থেকে দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে রওনা দেবেন তিনি। দুপুর পৌনে ১টা নাগাদ পৌঁছবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ সিউড়ি হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন বীরভূমে সার্কিট হাউসের উদ্দেশে। সেখানে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।

Advertisement

এর পর দুপুর ২টো ৫ মিনিটে বীরভূমে বেণীমাধব স্কুল মাঠে সভা শাহের। সেখানে দলের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শাহ। পাশাপাশি একটি বৈঠকও করার কথা তাঁর। বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ বেণীমাধব স্কুল মাঠ থেকে সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে। এর পর কপ্টারে করে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন দক্ষিণেশ্বরের মন্দিরে। সেখানে সন্ধ্যায় পুজো দিয়ে হোটেলে ফিরে বৈঠক করার কথা শাহের।

শনিবার সকাল রওনা দেবেন কলকাতা বিমানবন্দের উদ্দেশে। সকাল সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন শাহ।

শিক্ষায় নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় এমনিতেই তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই আবহে বীরভূমে শাহের সভা আলাদা মাত্রা যোগ করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার শাহের বিমান যখন বাংলার মাটি ছোঁবে, তখন ভর দুপুর। সেই সময় এমনিতেই তেতে থাকবে বাংলার মাটি। এই গরমের মধ্যে বীরভূমে শাহের সভা ঘিরে রাজনীতির পারদও কি চড়বে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement