mobile game

মোবাইলেগেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের

কাছেই ২৬ নম্বর রেলগেট। ঠাকুরনগর লোকাল ওই গেট পেরোনর পরেও হুঁশ ফেরেনি কারও। পলকের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ০৪:৪১
Share:

রেললাইন থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি।

রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে খেলতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। উত্তর ২৪ পরগনার অশোকনগর ও গুমা রেলস্টেশনের মাঝামাঝি মানিকনগর কাঞ্চনপল্লী এলাকার ঘটনা। মৃত দুই যুবকের নাম সৌভিক দাস ও শিব দে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঠাকুরনগর লোকাল এর ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

এলাকার মানুষজন জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ট্রেনের লাইনে বসে গেম খেলায় মশগুল ছিলেন সৌভিক এবং শিব। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওঁদের সঙ্গে আরএকজনও ছিলেন ওই এলাকায়। কাছেই ২৬ নম্বর রেলগেট। ঠাকুরনগর লোকাল ওই গেট পেরোনর পরেও হুঁশ ফেরেনি কারও। পলকের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা।

Advertisement

এরপরই ঘটনাস্থলে আসেন হাবরা জিআরপির আধিকারিকরা। রেললাইন থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় বনগাঁয়। ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement