CPM

উপাচার্যকে তোপ

কোনও পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই উপাচার্যের নির্দেশে পাঁচিল নির্মাণে সমস্যার সূত্রপাত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৩:২২
Share:

রতনপল্লিতে বিশ্বভারতীর পাঁচিল। ফাইল চিত্র

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনার নিন্দা করে উপাচার্যের ভূমিকাকেই মূল কাঠগড়ায় দাঁড় করাল দুই বাম দল ফরওয়ার্ড ব্লক এবং এসইউসি। তাদের মতে, কোনও পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই উপাচার্যের নির্দেশে পাঁচিল নির্মাণে সমস্যার সূত্রপাত হয়েছে। সমস্যা সমাধানের জন্য সব পক্ষের এগিয়ে আসার আবেদন জানিয়ে ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যের উন্নয়নের ক্ষেত্রে রবীন্দ্র ভাবনাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালনমণ্ডলী, আশ্রমিক, অধ্যাপক, কর্মচারী, ছাত্রছাত্রী-সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এগোনো উচিত বলে আমরা মনে করি। রবীন্দ্র ঐতিহ্য বহনকারী বিশ্বভারতীর পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন।’’ এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য, ‘‘শিক্ষক, পড়ুয়া, গবেষক ও সর্বোপরি আশ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা ব্যতিরেকে পাঁচিল নির্মাণের পদক্ষেপ কেন গ্রহণ করা হল, তা আমাদের কাছে বোধগম্য নয়। দুই বিবদমান গোষ্ঠীর পিছনে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের প্রত্যক্ষ মদত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement