Turtles Recovered

দুই ব্যাগে ২১টি কচ্ছপ! দুন এক্সপ্রেস থেকে নামতেই চন্দননগর স্টেশনে গ্রেফতার মহিলা

বেআইনি ভাবে কচ্ছপ নিয়ে আসার জন্য চন্দননগর স্টেশন থেকে এক মহিলাকে গ্রেফতার করল জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, খোলা বাজারে বিক্রির জন্য কচ্ছপগুলিকে বিহার থেকে আনা হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৭
Share:

উদ্ধার হওয়া কচ্ছপ। সোমবার সকালে চন্দননগর স্টেশনে। —নিজস্ব চিত্র।

বেআইনি ভাবে কচ্ছপ নিয়ে আসার জন্য চন্দননগর স্টেশন থেকে এক মহিলাকে গ্রেফতার করলেন শেওড়াফুলি জিআরপির আধিকারিকেরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, খোলা বাজারে বিক্রির জন্য কচ্ছপগুলিকে বিহার থেকে আনা হচ্ছিল।

Advertisement

হাতে দু’টি ব্যাগ। আর দুই ব্যাগ মিলিয়ে রয়েছে ২১টি কচ্ছপ। দুন এক্সপ্রেস চন্দননগরে থামতেই ট্রেন থেকে নামেন এক মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল রেল পুলিশ (জিআরপি)। হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁকে। উদ্ধার করা হয়েছে কচ্ছপগুলিকেও। সেগুলি বিরল প্রজাতির কচ্ছপ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সকালে ওই মহিলাকে গ্রেফতার করেন শেওড়াফুলি জিআরপির আধিকারিকেরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, খোলা বাজারে বিক্রির জন্য কচ্ছপগুলিকে বিহার থেকে আনা হচ্ছিল। গোপন সূত্রে আগে থেকেই কচ্ছপ নিয়ে আসার খবর পেয়েছিল জিআরপি। সেই মতো কচ্ছপ নিয়ে মহিলা নামতেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুন এক্সপ্রেস থেকে নেমে লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সম্ভাব্য গন্তব্য ছিল লিলুয়া কিংবা হাওড়া। সেখানকার কোনও বাজারে কচ্ছপগুলি বিক্রির পরিকল্পনা ছিল। ওই মহিলার সঙ্গে এই কাজে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জিআরপি সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement