railway accident

ভিন্ রাজ্যে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, জলঙ্গিতে ফিরল নিথর দেহ

হতদরিদ্র পরিবারের অবস্থা ফেরাতেই রাজমিস্ত্রির কাজ নিয়ে কেরলে যান অনুপ এবং সৌমেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলঙ্গি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ০৩:২৭
Share:

কফিনবন্দি দুই শ্রমিকের দেহ ঘিরে শোকাহত পরিজনেরা। নিজস্ব চিত্র।

কেরলে কাজ করতে গিয়ে রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন মুর্শিদাবাদের দুই শ্রমিক। সোমবার সন্ধ্যায় কেরলের এর্নাকুলামের আলোয়া এলাকায় নিহত হন তাঁরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত দুই শ্রমিকের নাম অনুপ মণ্ডল (২৭) এবং সৌমেন তেলি সর্দার (৩০)। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার মালোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ওই দুই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই যুবকের কফিনবন্দি দেহ তাঁদের মালোপাড়ার বাড়িতে ফেরে। তাঁদের দেহ ফিরতেই শোকের ছায়া নামে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, হতদরিদ্র পরিবারের অবস্থা ফেরাতেই রাজমিস্ত্রির কাজ নিয়ে কেরলে যান অনুপ এবং সৌমেন। তাঁদের মধ্যে এক জন দেড়মাস এবং অন্য জন দেড় বছর ধরে কেরলে কাজ করছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার ঢালাইয়ের কাজ করে ঘরে ফিরছিলেন অনুপ-সৌমেন। তবে এর্নাকুলামের আলোয়ার রেললাইনে ঘটে বিপত্তি। ওই রেললাইন পারাপার হওয়ার সময় তাঁদের শরীরের উপর দিয়ে চলে যায় ট্রেন। ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন দুই শ্রমিক।

অনুপ-সৌমেন চলে যাওয়ার পর কী ভাবে সংসার চলবে, তা নিয়ে দুঃচিন্তায় তাঁদের পরিবার।এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন নিহতদের পরিজনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement