Cyclone

ঘূর্ণিঝড়ের দাপটে উড়ল বাড়ির চাল, ঘুমের মধ্যেই অল্পের জন্য রক্ষা পেল দু’টি পরিবার

ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে যাওয়ায় সকাল থেকে এক প্রকার না খেয়েই রয়েছেন তাঁরা। রাতে ত্রাণ শিবিরে আশ্রয় নেবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাণ্ডুয়া শেষ আপডেট: ২৭ মে ২০২১ ২০:০৬
Share:

ক্ষতিগ্রস্ত বাড়ি। নিজস্ব চিত্র।

ইয়াস-এর পরে স্থানীয় ঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গেল বাড়ির চাল। কিন্তু অল্পের জন্য রক্ষা পেল দু’টি পরিবার। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার পাঁচগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নিয়ালা গ্রামে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দমকা হাওয়ায় গ্রামের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপালের বাড়ির চাল উড়ে গিয়ে পড়ে পাশের সরস্বতী ক্ষেত্রপালের বাড়িতে। তাতে ক্ষতিগ্রস্ত হয় দু’টি বাড়িই। ভেঙে যায় পরিতোষের অ্যাজবেস্টসের চাল। সরস্বতীর একটি টালির ঘর ভেঙে পড়ে। ঝড়ের সময় বাড়িতেই ঘুমিয়ে ছিল দুটি পরিবার। হুড়মুড়িয়ে ঘরের চাল ভেঙে পড়ায় বৃষ্টির জলে সব কিছু ভিজিয়ে দেয়। জল জমে যায় ঘরে। তবে অল্পের জন্য রক্ষা পান তাঁরা।

সরস্বতী জানিয়েছেন, ভয়ে তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা সাবিত্রী ক্ষেত্রপালকে ফোন করেন। সাবিত্রীর স্বামী পলাশ ক্ষেত্রপাল তাঁদের উদ্ধার করেন। ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে যাওয়ায় সকাল থেকে একপ্রকার না খেয়েই রয়েছেন তাঁরা। সাবিত্রী তাঁদের জন্য একটি ত্রিপল ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানা গিয়েছে। রাতে ত্রাণ শিবিরে আশ্রয় নেবেন তাঁরা।

Advertisement

সরস্বতীর মেয়ে মনীষা প্রথম বর্ষের ছাত্রী। বৃষ্টিতে ভিজে গিয়েছে তার বই। ঘরের জামাকাপড় ভিজে যাওয়ায় অন্যের বাড়ি থেকে জামা-কাপড় নিয়ে পরেছেন তাঁরা। কী ভাবে ফের বাড়ি দাঁড় করাবেন সেটা ভেবেই চিন্তিত তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement