বহু জল্পনা উস্কে আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর কলকাতা থেকে দূরে বৈঠকে বসতে চলছে বিজেপি। বৈঠকের সম্ভাব্য জায়গা রায়চক। সেখানে রাজ্যে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দুই সহ পর্যবেক্ষক সুরেশ পূজারী ও সিদ্ধার্থনাথ সিংহ, শিবপ্রকাশ, নির্মলা সীতারামন, রাজ্যের পদাধিকারী এবং মোর্চার সভাপতিরা থাকবেন। এ ছাড়া রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, আর কে হান্ডা, আর কে মহান্তি, জাদুকর পি সি সরকার-সহ কয়েক জন বিশিষ্ট ব্যক্তিকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে অন্ধকারে রাজ্য নেতৃত্ব। তাঁরা বলছেন, শুধু কেন্দ্রীয় নেতারাই বৈঠকের বিষয় জানেন। তবে তাঁদের অনুমান, বৈঠকে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি, রূপাকে প্রচারের মুখ করা হবে কি না এবং রাজ্যে সাংগঠনিক রদবদলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতে পারে।