Aviation Guidelines

ব্যাগে ধনে গুঁড়ো নিয়ে বিমানে উঠতে গিয়ে বিপত্তিতে নীনা, কোন কোন জিনিস সঙ্গে রাখলে সমস্যা?

আপনি হয়তো ভাবছেন, বিদেশে গিয়ে নিজে রেঁধে খাবেন, সে জন্য সঙ্গে করে কিছু মশলা গুঁড়ো নিয়ে যাবেন। কিন্তু এই কাজটি করতে গেলেই বিপদে পড়বেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:০০
Share:

হাতব্যাগে গুঁড়োমশলা নিয়ে বিমানে উঠতে গিয়ে বিপত্তিতে পড়লেন নীনা গুপ্ত। ছবি: সংগৃহীত।

বিমানযাত্রার সময়ে ‘চেক ইন ব্যাগেজ’-এ কোন কোন জিনিস রাখা যাবে আর কোনটি নয়, তা নিয়ে নানা নিয়মকানুন রয়েছে। রোজের ব্যবহারের অনেক জরুরি জিনিসও হাতব্যাগে নিয়ে বিমানে ওঠা নিষেধ। আপনি হয়তো ভাবছেন, বিদেশে গিয়ে নিজে রেঁধে খাবেন, সে জন্য সঙ্গে করে কিছু মশলার গুঁড়ো নিয়ে যাবেন। কিন্তু এই কাজটি করতে গেলেই বিপদে পড়বেন। ঠিক যেমনটি পড়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত। হাতব্যাগে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও আরও কিছু ঘরে তৈরি মশলা নিয়ে বিমানে উঠতে গিয়েই সমস্যায় পড়েন তিনি।

Advertisement

নীনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে জানিয়েছেন, গুঁড়োমশলা নিয়ে বিমানে উঠতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে জানিয়ে দেন, কোনও রকম মশলা নিয়েই বিমানযাত্রা করা যাবে না। অগত্যা সমস্ত গুঁড়োমশলার প্যাকেট নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিয়ে তবেই বিমানে উঠতে হয় তাঁকে।

অভিনেত্রী জানিয়েছেন, যেখানেই যান না কেন, নিজের রান্না তিনি নিজেই করে নেন। তাই তাঁর সঙ্গে সব সময়ে গুঁড়োমশলার প্যাকেট থাকে। কিন্তু তিনি জানতেন না যে, মশলা নিয়ে বিমানে ওঠার নিয়ম নেই।

Advertisement

বিমানযাত্রার সময়ে কোন কোন খাওয়ার জিনিস সঙ্গে রাখা যাবে না তার একটি তালিকা রয়েছে ‘দ্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি’ (বিসিএএস)-এর তরফে। কী কী রয়েছে সেই তালিকায়?

১) কোনও রকম গুঁড়োমশলা, গোটা মশলা নিয়ে বিমানে ওঠা যাবে না। কেন, তার তিনটি কারণ জানিয়েছে বিসিএএস। প্রথমত, মশলার তীব্র গন্ধ বাকি যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে। দ্বিতীয়ত, অনেক সময়েই বিভিন্ন রকম বিস্ফোরক ওই ভাবে মশলার প্যাকেটে নিয়ে যাওয়া হয়। এর থেকে সাবধান থাকতেই এমন নিয়ম। আর তৃতীয়ত, মাঝআকাশে বাতাসের চাপ কম থাকে। ওই সময়ে কোনও ভাবে মশলা ছড়িয়ে পড়লে তা শ্বাসের সঙ্গে ঢুকে মারাত্মক অবস্থা হতে পারে যাত্রীদের।

২) শুকনো নারকেল নিয়ে বিমানে ওঠা যাবে না। নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসাবে দেখা হয়। তাই বিমানে চড়ার সময় চেক ইন ব্যাগেজ’-এ নারকেল ভুলেও রাখবেন না।

৩) তেল, অ্যালকোহল রয়েছে এমন সস্, প্যাকেটজাত কোনও খাবার, ঘি, আচার, পান, পোস্তর মতো খাবার হাতব্যাগে নিয়ে বিমানে ওঠা যাবে না।

৪) মধুর শিশি, কাঁচা মাছ বা মাংস নিয়েও বিমানে ওঠা মানা।

এক একটি বিমান সংস্থার নিয়ম এক এক রকম। তাই বিমানযাত্রার আগে নিয়ম ভাল করে জেনে নিলে সমস্যায় পড়তে হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement