Migrant Workers

শ্রমিকদের ফেরাতে গিয়ে নিখোঁজ দুই বাস

উত্তরপ্রদেশের বারাণসীতে ওই শ্রমিকদের ফেরাতে সেখানকার প্রশাসনের তরফে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০১:০৬
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের ৫৮ শ্রমিককে ঘরে ফেরাতে গিয়ে চালক-সহ রাজ্যের দু’টি বাস নিখোঁজ। দুই চালকের সঙ্গেই শনিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্তারা। সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানিয়েছেন, বিহার পুলিশের ‘অসহযোগিতা’র কারণে বাস ও চালকদের নিরাপত্তা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

উত্তরপ্রদেশের বারাণসীতে ওই শ্রমিকদের ফেরাতে সেখানকার প্রশাসনের তরফে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়। সেইমতো এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাঁদের বিহার সীমান্ত পর্যন্ত পৌঁছনোর দায়িত্ব নেয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। তমোনাশবাবু জানান, বিহার পুলিশ ওই শ্রমিকদের দায়িত্ব নিতে চায়নি। এবং তারা এ রাজ্যের বাস দু’টিকে জোর করে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে। তার পর থেকেই বাস সম্পর্কে আর কোনও তথ্য পরিবহণ সংস্থা পায়নি। সংস্থার তরফে বিষয়টি নবান্নে জানানো হয়েছে। দুই চালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement