Congress

Somen Mitra: প্রয়াণ দিবসে জোড়া সোমেন-স্মরণের ডাক

সংসদের অধিবেশন চলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখন দিল্লিতে। বিধান ভবনের অনুষ্ঠানে তাঁর হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ০৫:৫৭
Share:

সোমেন মিত্র। ফাইল চিত্র।

তাঁর মৃত্যুর পরে রাজ্য স্তরে কোনও স্মরণসভা হয়নি। প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের জোড়া স্মরণ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে শহরে। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আগামী ৩০ জুলাই, শুক্রবার সোমেন-স্মরণের উদ্যোক্তা ‘বিধান মেমোরিয়াল ট্রাস্ট’। যার এখন চেয়ারপার্সন সোমেনবাবুর স্ত্রী ও প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। ওই দিনই অন্য একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছেন সোমেন-সুহৃদ, কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্য ও আমহার্স্ট স্ট্রিটে প্রয়াত নেতার অনুরাগীরা।

Advertisement

সংসদের অধিবেশন চলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখন দিল্লিতে। বিধান ভবনের অনুষ্ঠানে তাঁর হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে প্রদেশ কংগ্রেসের অন্য নেতাদের অনেকের ওই সভায় যাওয়ার কথা। আবার বাদলবাবুর আমন্ত্রণে দ্বিতীয় অনুষ্ঠানেও সোমেনবাবুর এক কালের ঘনিষ্ঠ কিছু নেতাকে দেখা যেতে পারে। তবে সোমেনবাবুর রাজনৈতিক সতীর্থদের মধ্যে যাঁরা এখন তৃণমূলে, তাঁদের বেশির ভাগই সংসদের অধিবেশন উপলক্ষে দিল্লিতে। কংগ্রেস-তৃণমূল নৈকট্যের আবহে প্রথম মৃত্যুবার্ষিকীতে সোমেন-স্মরণে শাসক দলের কাউকে দেখা যাবে কি না, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক শিবিরের। প্রসঙ্গত, গত বছর প্রদেশ কংগ্রেসের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্মরণসভার সব আয়োজন হয়ে গেলেও কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে সোমেনবাবুর পরিবারের তরফে আপত্তি ওঠায় শেষ মুহূর্তে সেই সভা বাতিল হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement