পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগল গাড়ির। মৃত্যু হল তিন জনের। সোমবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফস্সল থানার লিপানিয়া ও বড়াসিনি গ্রামের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চিরঞ্জিত কুণ্ডু (৩২), তপন ভট্টাচার্য (৪৫) ও সুজিত মণ্ডল (২৫)। প্রত্যেকেরই বাড়ি আসানসোলে। গাড়িতে আরও দু’জন ছিলেন। জখম অবস্থায় তাঁরা ঝাড়খণ্ডের এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পুরুলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ওই পাঁচ জন। সকালে গাড়িতে আসানসোলে ফিরছিলেন। তখন প্রায় সওয়া ৬টা। লিপানিয়া গ্রামের অদূরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের কাছে পুলিশ জেনেছে, গাড়িটি বেশ দ্রুত গতিতে যাচ্ছিল। দুর্ঘটনায় পড়ার আগে রঘুনাথপুরমুখী অন্য একটি গাড়িকে ওভারটেক করে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে রাস্তায় অল্প বাঁক রয়েছে। ওই বাঁকে ঘুরতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ট্রাকের মুখোমুখি পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
খবর পেয়ে পুরুলিয়া মফস্সল থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। এমন ভাবে গাড়িটি দুমড়ে দলা পাকিয়ে গিয়েছিল, যে লোহা কেটে ভিতরে থাকা লোকজনকে বের করে আনতে হয়। পাঁচ জনকেই নিয়ে যাওয়া হয়েছিল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। চিকিৎসক জানান, তিন জনের মৃত্যু হয়েছে। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু’জনেরই নাম সুজয় দাস।
পুরুলিয়া সদর থানায় বসেছিলেন শহরেরই বাসিন্দা বাণীব্রত রক্ষিত। তিনি বলেন, ‘‘চিরঞ্জিত আমার পিসতুতো ভাই। রবিবার পুরুলিয়ায় একটা বিয়েবাড়িতে এসেছিল। সঙ্গে আরও চার জন ছিল। সবাই পরিচিত। একই পাড়ার বাসিন্দা।’’ তিনি জানান, এ দিন গাড়িতে করে আসানসোল রওনা দেওয়ার পরে হঠাৎ ফোন আসে। জানতে পারেন, চিরঞ্জিতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর মেলে। বাণীব্রত বলেন, ‘‘চিরঞ্জিতের বাড়ির লোকজনকে কী বলব বুঝে উঠতে পারছি না। বাড়ি থেকে ফোন এলেই হাত কাঁপছে।’’
দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল থেকে পুরুলিয়ায় পৌঁছে যান দুর্ঘটনাগ্রস্তদের প্রতিবেশী চিনু রায়, সুকান্ত দেবরা। পুলিশ জানিয়েছে, যে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল সেটিকে আটক করা হয়েছে।