(বাঁ দিকে) তথাগত রায়। মানিক সাহা (ডান দিকে)। —ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সঙ্কলন প্রকাশ অনুষ্ঠানে এসে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে কটাক্ষ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কক্ষে বুধবার ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দর্শকাসনে প্রথম সারিতে ছিলেন তথাগত। মঞ্চে বক্তৃতার সময়ে মানিক বলেন, ‘‘তথাগতদা আছেন। তিনি দীর্ঘদিন ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। আমার সঙ্গে এর আগেও কয়েক বার দেখা হয়েছে। উনি আমায় অবশ্য খুব বেশি দেখা করার সুযোগ দিতেন না! অবশ্য আমি সেই সময়ে সাধারণ মানুষ ছিলাম।’’ এর পরেই তথাগতের দিকে লক্ষ্য করে বলেন, ‘‘এখন আমি মঞ্চে। আপনি নীচে বসে আছেন! আমাদের দলে অবশ্য সেই সবে কিছু হয় না।’’ তথাগতের সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ‘সুসম্পর্কে’র কথা বহুচর্চিত। এর পরেই সেই দিলীপের উদ্দেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘দিলীপদা রয়েছেন। আমাদের খুব প্রিয়। আমরা সব সময় তাঁকে পেয়েছি। ঘণ্টার পর ঘণ্টা তাঁর সঙ্গে আড্ডা হয়েছে।’’
মাণিকের মন্তব্যে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন তথাগত। পরে তাঁর বক্তব্য, ‘‘আমি কখনও কারও সঙ্গে এই রকম করেছি বলে মনে পড়ছে না! ন্যূনতম সামাজিক অবস্থান যাঁদের রয়েছে, তাঁদের সকলের সঙ্গে আমি দেখা করেছি। কিন্তু উনি কখনও এসেছেন, দেখা করতে চেয়েছেন বা আমি দেখা করিনি বলে মনে নেই আমার।’’ প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা সঙ্কলনের এ দিন আনুষ্ঠানিক প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্রনাথ বসু।