ফাইল চিত্র।
দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। এমন দাবি তুলে বড়সড় আন্দোলনে নামছে বাংলার শাসকদল তৃণমূল। শনিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেলে তিনটি জায়গায় একযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হবেন তৃণমূল নেতারা। আবার মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ শাসকদলের আট জন প্রতিনিধি যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। প্রসঙ্গত, বিধানসভার সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন।
শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। হাজিরা শেষে আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বলেছেন, সাংবাদিক বৈঠকে তার ভিডিয়ো তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতার গ্রেফতারির দাবি জানায় শাসকদল। তৃণমূলের দাবি, আদালতে চিঠি দিয়ে সুদীপ্ত জানিয়েছেন, তাঁকে ‘ব্ল্যাকমেল’ করে টাকা নিতেন শুভেন্দু। শনিবার প্রকাশিত তৃণমূলের কর্মসূচিতে সরাসরি সারদা-কাণ্ডের নাম বলা হয়নি। শুধু বলা হয়েছে, শুভেন্দুর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে তাঁরা রাস্তায় নামবেন। মমতা ও সুদীপ্তর অভিযোগকে হাতিয়ার করেই নন্দীগ্রাম বিধায়কের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল নেতারা।
সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরের সামনে বিক্ষোভ সমাবেশে হাজির থাকবেন, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শুভেন্দুর রাজনৈতিক জীবনে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিন সেই হলদিয়াতেও বিক্ষোভ সমাবেশ করবেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও একটি বিক্ষোভ সমাবেশ হবে বিরোধী দলনেতার বাড়ির কাছেই। কাঁথিতে আয়োজিত সেই বিক্ষোভ সমাবেশে হাজির থাকবেন মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তবে তাঁর বিরুদ্ধে শাসকদলের তোলা দুর্নীতির অভিযোগ কিংবা রাজ্যপালের কাছে নালিশ জানাতে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা।