KKR vs GT in IPL 2025

সোমবার ইডেনে কেকেআর দলে দুই বদল, ছাঁটাই হলেন কারা, জায়গা হল কাদের?

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার দলে বদল করল নাইট রাইডার্স। সোমবার ইডেন গার্ডেন্স ম্যাচে দুই ক্রিকেটারকে বদল করা হল। দলে কারা এলেন, কারা বাদ পড়লেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:১১
Share:
cricket

কেকেআর দল। — ফাইল চিত্র।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার দলে বদল করল নাইট রাইডার্স। সোমবার ইডেন গার্ডেন্স ম্যাচে দুই ক্রিকেটারকে বদল করা হল। এ বারের আইপিএলে প্রথম বার খেলার সুযোগ পেলেন রহমানুল্লাহ গুরবাজ়‌। এ ছাড়া দলে ফিরলেন মইন আলিও।

Advertisement

চলতি আইপিএলে কেকেআরের আগের সব ম্যাচেই ওপেন করেছেন কুইন্টন ডি’কক। উইকেটকিপিংও করেছেন তিনি। সোমবার এই দুই দায়িত্বই পালন করতে দেখা যাবে আফগানিস্তানের ক্রিকেটার গুরবাজ়কে। আগের আইপিএলে তিনি নিয়মিত খেলেছেন।

তবে মইন আলিকে আনা হয়েছে অনরিখ নোখিয়ার জায়গায়। দক্ষিণ আফ্রিকার নোখিয়া সবে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন। আবার তাঁকে বসিয়ে দেওয়ার অর্থ খুঁজে পাওয়া গেল না।

Advertisement

টসের আগে পিচ বিশ্লেষণ করতে এসেছিলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার অইন মর্গ্যান। তিনি জানান, পিচে যথেষ্ট পরিমাণে ঘাস রয়েছে। এমনকি সুইংও পাওয়া যেতে পারে। পেসারেরা এই পিচে সাফল্য পাবেন। কেকেআরের হাতে ইতিমধ্যেই হর্ষিত রানা এবং বৈভব অরোরা রয়েছেন। নোখিয়া থাকলে শক্তি আরও বাড়ত। মইন স্পিন করেন। কেন তাঁকে প্রথম একাদশে রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

মর্গ্যান আরও বলেছেন, সোমবার ইডেনে বল বিশেষ ঘুরবে না। তাই স্পিনারদের কাছে কঠিন পরিস্থিতি হতে পারে। তাঁর আশা, সোমবারের ম্যাচে অনেক রান উঠতে পারে।

টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, “আমরা বল করার সময় পিচ বেশ শুকনো থাকবে। আমরা জানি এই পিচ কেমন আচরণ করে। তা ছাড়া এই মাঠে রান তাড়া করার মজা আছে।”

তিনি আরও বলেন, “প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। আমরা অনেক ভুল করেছি ঠিকই। কিন্তু ইতিবাচক থাকতে চাইছি। এখন পয়েন্ট তালিকায় সাতে আছি। কিন্তু উপরের দিকে ওঠার জন্য যে অনুপ্রেরণা দরকার সেটা সকলের মধ্যেই রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement