মেট্রোর কাজের জন্য বিঘ্ন পরিষেবায়

বনগাঁ এবং হাসনাবাদ থেকে শিয়ালদহমুখী লোকাল ট্রেন ওই সময়ের মধ্যে বারাসত স্টেশন পর্যন্ত আসবে। বারাসত থেকে আবার যাত্রী নিয়ে ফিরে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ০১:৩৭
Share:

—ফাইল চিত্র।

নির্মীয়মাণ নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর কাজের জন্য শনিবার মাঝরাত থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। আজ, রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত তা বন্ধ থাকবে। তার ফলে আজ, রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত শিয়ালদহ-বারাসতের মধ্যে সরাসরি কোনও ট্রেন চলবে না।

Advertisement

বনগাঁ এবং হাসনাবাদ থেকে শিয়ালদহমুখী লোকাল ট্রেন ওই সময়ের মধ্যে বারাসত স্টেশন পর্যন্ত আসবে। বারাসত থেকে আবার যাত্রী নিয়ে ফিরে যাবে। বেলা সওয়া ১টা পর্যন্ত শিয়ালদহ থেকে বারাসতমুখী ট্রেন ছাড়বে না বলে রেল জানিয়েছে।

রেল জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত প্রতি আধ ঘণ্টা অন্তর বারাসত এবং বিরাটি স্টেশনের মধ্যে একটি লোকাল ট্রেনকে ‘শাটল-সার্ভিস’ হিসেবে চালানো হবে। বারাসত স্টেশন এবং দমদমের মধ্যে সকাল ৬টা থেকে বেলা ২টো পর্যন্ত ২০ মিনিট অন্তর বিশেষ বাস পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম। দমদমের ১১এ বাসস্ট্যান্ড থেকে বারাসত যাওয়ার বাস পাওয়া যাবে। শনিবার রাত থেকে রেললাইনের উপরে থাকা মেট্রো পথের গার্ডার জোড়ার কাজ শুরু হয়েছে।

Advertisement

নানা কারণে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো পথ নির্মাণের কাজ গত কয়েক বছর ধরে বিলম্বিত হয়েছে। নোয়াপাড়া কারশেডের মধ্যে প্রায় ৭৫০ মিটার মেট্রো পথ তৈরি হয়ে গেলেও বাকি অংশে দীর্ঘদিন কাজের তেমন অগ্রগতি হয়নি। বছর খানেক আগে বিমানবন্দরে মেট্রোর ভূগর্ভস্থ ডিপো নির্মাণের কাজ শুরু হয়। তার পরেই সম্প্রতি ওই রুটের মেট্রোর নির্মাণের কাজও গতি পেয়েছে।

রেল জানিয়েছে, বনগাঁ-বারাসত শাখায় ২৭টি লোকাল ট্রেনের মধ্যে ভোর থেকে দুপুর পর্যন্ত ১৬টি ট্রেন চলবে। হাসনাবাদ-বারাসত শাখায় ১৮টি লোকাল ট্রেনের মধ্যে ১২টি ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনের রেলের এক আধিকারিক বলেন, ‘‘যাত্রীদের সুবিধার্থে পরিবহণ দফতরের সাহায্য নিয়ে বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, বেলা দেড়টার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement