Train Services Disrupted

আসানসোলে বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে ট্রেন চলাচল ব্যাহত! ডাউন লাইনে থমকে একাধিক এক্সপ্রেস

মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আসানসোলের কাছে ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫৯
Share:

বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটি। —নিজস্ব চিত্র।

ওভারহেড তার-সহ ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটি বেঁকে যাওয়ায় আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল ৭টা ২০ নাগাদ হয়েছে এই ঘটনা ঘটে। রেল আধিকারিকদের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৯টার পর খুঁটিটি মেরামত করার কাজ শুরু হলেও ডাউন মেন লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। পাশের লাইন দিয়ে ধীর গতিতে কয়েকটি ট্রেনকে হাওড়ার উদ্দেশে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক। খবর পৌঁছয় রেল আধিকারিকদের কাছে।

Advertisement

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানান, আসানসোল পূর্ব কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড তারের খুঁটি কোনও ভাবে বেঁকে গিয়েছিল। সকাল ৭টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। আপাতত পাশের লাইন দিয়ে ধীর গতিতে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়ামুখী ট্রেনগুলিকে। তবে এখনও বহু ট্রেন আসানসোল ঢোকার আগেই ডাউন লাইনে আটকে রয়েছে। সকাল ৯টা নাগাদ বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে ফের রওনা দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement