Train Cancellation

চলবে রেল ওভারব্রিজ ভাঙার কাজ, শনি-রবিতে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

আগামী শনিবার রাত ১১টা ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জয়নগর মজিলপুর স্টেশনে একটি রেল ওভারব্রিজ ভাঙার কাজ চলবে। সেই কারণেই এই পাওয়ার ব্লক এবং কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ১৭:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিয়ালদহ শাখার বালিগঞ্জ-নামখানা সেকশনে প্রায় ১১ ঘণ্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকার জন্য বাতিল থাকছে বেশ কিছু লোকাল ট্রেন। আগামী শনিবার রাত ১১টা ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জয়নগর মজিলপুর স্টেশনে একটি অব্যবহৃত রেল ওভারব্রিজ ভাঙার কাজ চলবে। সেই কারণেই এই পাওয়ার ব্লক এবং বেশ কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

Advertisement

শনিবার বাতিল করা হয়েছে ৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল। রবিবার বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। ৩৪৭১৬, ৩৪৭২০ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৭১৩, ৩৪৭১৫, ৩৪৭১৫, ৩৪৭১৭, ৩৪৭২১, ৩৪৭২৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকছে ৩৪৮৮২ ডাউন সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮৮২ আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকাল, ৩৪৮৯১ আপ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল, ৩৪৩৩২ ডাউন বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ৩৪৮৯২ ডাউন বারুইপুর-ডায়মন্ড হারবার লোকাল।

এই কাজ চলার কারণে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩৪৭৫৪ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল শনিবার লক্ষ্মীকান্তপুরের বদলে বারুইপুর স্টেশন পর্যন্ত যাবে। রবিবার ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর স্টেশনের বদলে বারুইপুর স্টেশন থেকে ছাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement