Trade Union

প্রতিবাদে হঁশিয়ারি ট্রেড ইউনিয়নের

বৃহস্পতিবারই নিউটাউনে কোল ইন্ডিয়া দফতরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিটু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০৪:৩৩
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের ঢালাও বেসরকারিকরণ ও বিলগ্নিকরণের সিদ্ধান্ত ও শ্রম আইন শিথিল করার বিরোধিতায় কাল, শুক্রবার দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশন। এ রাজ্যেও ওই দিন পালিত হবে প্রতিবাদ দিবস। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে প্রশাসন বাধা দিলে তাঁরাও পাল্টা সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতৃত্ব। সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বুধবার বলেন, ‘‘আমরা কোথাও ভাঙচুর করতে যাচ্ছি না। শ্রমবিরোধী নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের কৌশলের বিরুদ্ধে রাজ্য জুড়েই প্রতিবাদ জানানো হবে। প্রশাসন জোর করে প্রতিবাদ বন্ধ করতে চাইলে আমরাও উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’’ লকডাউনের মধ্যেই যে ভাবে একের পর এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হচ্ছে, শ্রম আইন লঘু করা হচ্ছে, সে সবের বিরুদ্ধেই ধারাবাহিক প্রতিবাদের রাস্তায় যাচ্ছে ট্রেড ইউনিয়নগুলি। কয়লা শিল্পে ধর্মঘটের পথেও যাচ্ছে তারা। সেই ধর্মঘটের সমর্থনে আজ, বৃহস্পতিবারই নিউটাউনে কোল ইন্ডিয়া দফতরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিটু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement