Strike

পরীক্ষার্থীদের বাধা নয়

কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় নেট বাতিল করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৫:৩০
Share:

প্রতীকী ছবি।

সর্বভারতীয় নেট পরীক্ষার্থীদের আজ, বৃহস্পতিবার ধর্মঘটে বাধা না দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের বার্তা দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই তাঁদের ছেড়ে দেওয়ার জন্য ধর্মঘটীদের বলা হয়েছে শ্রমিক নেতৃত্বের তরফে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশন এবং ১২ জুলাই কমিটির তরফে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বুধবার বলেন, ‘‘অনেক আগে থেকেই এই ধর্মঘটের ঘোষণা হয়েছিল। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় নেট বাতিল করেনি। এমতাবস্থায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং কোনও বাধা না পান, তা সুনিশ্চিত করার জন্য ধর্মঘট সমর্থনকারী সমস্ত সংগঠনকে অনুরোধ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement