ধস: বন্ধ হয়ে গিয়েছে টয় ট্রেন। চলছে কাজ। নিজস্ব চিত্র
শ্রমিকদের ধর্মঘটের জেরে শুক্র এবং শনিবার টয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বাস্পচালিত ইঞ্জিনে যে ট্রেনগুলো চলে, সেগুলো বন্ধ ছিল। রবিবার থেকে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু এ দিনই নতুন করে প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হল পরিষেবা। রংটং এবং তিনধারিয়ার মাঝে ধস নেমে পরিষেবা বন্ধ হয়ে পড়ে এনজেপি-দার্জিলিং টয় ট্রেনের। এ দিন সকাল ন’টা নাগাদ ধসের খবর পেয়েই এলাকায় যান রেলের ইঞ্জিনিয়াররা। তাঁরা জানান, লাইনের উপর নুড়ি পাথর এসে পড়েছিল বলে ট্রেন চলাচল ওই লাইনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। দুপুরের পরে মাটি, পাথর সরিয়ে লাইন খুলে দেওয়া হয়।
দার্জিলিং হিমালয়ান রেলের এক কর্তা জানান, রংটং ও তিনধারিয়ার মাঝে ওই জায়গাটি ধস প্রবণ। রাতে বৃষ্টি হয়েছিল বলে বালি, পাথর, মাটি এসে পড়েছিল ট্রেন লাইনের উপর। সকালে দেখভালের সময়ই তা নজরে পড়ে। তখন দার্জিলিং এবং এনজেপি দু’দিক থেকেই যাত্রী নিয়ে রওনা হয়েছিল প্যাসেঞ্জার ট্রেনগুলো। সেগুলোকে মাঝপথেই আটকে দেওয়া হয়। শিলিগুড়ি ও দার্জিলিং থেকে ইঞ্জিনিয়াররা আসেন। হিমালয়ান রেলের এক কর্তা বলেন, ‘‘খুব বড় ধস নয় বলে প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় রাস্তা খুলে ফেলা গিয়েছে। লাইনের ক্ষতি হয়নি।’’ তিনি জানান, এনজেপি এবং দার্জিলিংগামী দু’টি ট্রেনই প্রায় দু’ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছয়। নতুন কোনও সমস্যা না হলে সোমবারও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। গত বছর বৃষ্টির সময় দার্জিলিং হিমালয়ান রেলের এই রুটে একাধিকবার ধস নেমে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল বর্ষার সময়। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। তার জেরেই বিপজ্জনক হয়ে উঠেছে ধসপ্রবণ এলাকাগুলো।