গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বাংলা যেমন দুর্গার, তেমন কালীরও। গোটা রাজ্যে সব জেলাতেই রয়েছে কালীক্ষেত্র। আর কলকাতা তো কালীরই শহর। কালীঘাটের মন্দির থেকে ঠনঠনে কিংবা দক্ষিণেশ্বর, লেক কালীবাড়িতে পুজোর বিশেষ আয়োজন। আনন্দবাজার অনলাইন দীপাবলির দিনে খোঁজ দেবে দেশের পার হয়ে বিদেশের কালীপুজোরও। সেই সঙ্গে দক্ষিণেশ্বর-সহ বিভিন্ন জায়গায় কেমন হয়ে মা কালীর ভোগ? কী তার রেসিপি?
দীপাবলিতে রাজ্যের নানা কালীক্ষেত্রে কোথায় কেমন আয়োজন, শব্দবাজির দাপট
কালীপুজো বা দীপাবলি— যে উৎসবই হোক, তার সঙ্গে জুড়ে রয়েছে আতশবাজি। গত বেশ কয়েক বছর ধরে পুলিশ, প্রশাসন সতর্কতা বৃদ্ধি করলেও এখনও কলকাতা-সহ রাজ্যের মানুষের সচেতনতা তেমন বাড়েনি। তাই নিষিদ্ধ হয়ে গেলেও শব্দবাজির দাপট থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশ ও পরিবেশ দফতরের তরফে নানা সতর্কতামূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া
দুর্গাপুজোর সময় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি। তবে কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্য দিকে, কালীপূজোর আগে খানিক শীতের আমেজ উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জুনিয়র ডাক্তারদের দুই সংগঠনের চাপানউতর
আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে শুরু থেকে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট, সংক্ষেপে জেডিএফ। ১০ দফা দাবিতে টানা ১৭ দিন অনশন করে তারা। এই সংগঠনের দাবিদাওয়ার মধ্যে অন্যতম ছিল হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি নির্মূল করা। সম্প্রতি জুনিয়র ডাক্তারদের পাল্টা একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। জেডিএফ যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এনেছিল, তারাই এই নতুন সংগঠনের মূলে রয়েছেন। নাম পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস্ অ্যাসোসিয়েশন। আরজি কর আবহে ডাক্তারদের এই দুই সংগঠনের চাপানউতর আন্দোলনে আলাদা মাত্রা যোগ করেছে। অনেকের দাবি, আন্দোলন ক্রমশ মূল ঘটনার বিচারের দাবি থেকে সরে যাচ্ছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
তন্ময়ের বিরুদ্ধে মহিলা ‘হেনস্থা’র দলীয় তদন্ত
মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে বুধবার ডেকে ফের এক বার জিজ্ঞাসাবাদ করেছে বরাহনগর থানা। তন্ময়ের বিষয়টি তদন্ত করার জন্য বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী দলের অভ্যন্তরীণ কমিটিকে সুপারিশ করেছিল। তন্ময়কে কবে দলীয় কমিটি ডাকে, এই বিতর্ক কোন দিকে গড়ায়, সেই খবরে নজর থাকবে আজ।
একাধিক বিমানে বোমাতঙ্ক, কী পদক্ষেপ করছে কেন্দ্র
দেশীয় উড়ান সংস্থাগুলির একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে সাম্প্রতিক সময়ে। গত দু’সপ্তাহে ৫০০-রও বেশি বিমানে বোমা থাকার হুমকি তথ্য ছড়িয়েছে। পরে দেখা গিয়েছে সবই ভুয়ো। এই আবহে বিমানে বোমাতঙ্কের গুরুত্ব যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। যে সমাজমাধ্যম হ্যান্ডল থেকে ভুয়ো তথ্য ছড়িয়েছে, সেটি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি, সেই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিমানে কোনও ভিআইপি রয়েছেন কি না, তা-ও দেখতে বলা হয়েছে। একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত দু’সপ্তাহে বিমানে বোমাতঙ্কগুলি বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট ধরন পাওয়া গিয়েছে। একটি সমাজমাধ্যম হ্যান্ডল থেকে একাধিক বিমানে বোমা রাখার তথ্য ছড়ানো হয়েছে। তা ছাড়া অসামরিক বিমান পরিবহণ আইনেও সংশোধনী আনার ভাবনা রয়েছে কেন্দ্রের। আজ এই খবরে নজর থাকবে।