News Of The Day

‘কাকু’ ভেন্টিলেশনে, কেমন আছেন সুজয়কৃষ্ণ। কেমন শীত থাকবে। সন্দেশখালিতে শুভেন্দু। আর কী কী

সোমবার সকালেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে খবর, সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন তিনি। ‘কাকু’র হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে। মনে করা হচ্ছে, সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই তিনি সংজ্ঞা হারান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

‘কাকু’ এখনও ভেন্টিলেশনে, বেসরকারি হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ কেমন আছেন

Advertisement

সোমবার সন্ধ্যায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। সোমবার সকালেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে খবর, সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন তিনি। ‘কাকু’র হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে। মনে করা হচ্ছে, সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই তিনি সংজ্ঞা হারান। এর পর প্রথমে তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে তাঁর আইনজীবী আদালতে আবেদন জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেওয়া হোক। আগে যে বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই চিকিৎসা করানোর অনুমতি চান সুজয়ের আইনজীবী। তাতে সম্মতি দেয় আদালত। ইডির তরফে তাঁর নিরাপত্তার বিষয়টি আদালতের নজরে আনা হয়। আদালত জানায়, চিকিৎসার প্রয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সুজয়কৃষ্ণকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কলকাতা পুলিশকে তাঁর নিরাপত্তার বিষয়টি দেখার জন্য বলে আদালত। এর পর সন্ধ্যায় তাঁকে অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় ওই বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সুজয়কৃষ্ণ। আজ তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

সন্দেশখালিতে মমতার পর এ বার শুভেন্দু

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুর ১২টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছনোর কথা তাঁর। সোমবার মুখ্যমন্ত্রী সন্দেশখালি গিয়েছিলেন প্রশাসনিক কর্মসূচিতে। সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে গিয়ে সন্দেশখালিবাসীর ‘মন স্পর্শ’ করার চেষ্টা করেছেন তিনি। ‘দিদি’ হয়ে বার্তা দিয়েছেন, ‘‘মনে রাখবেন, সন্দেশখালিতে কিছু ঘটলে দিদির কানে আসতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না!’’ সেখানকার মহিলাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা ‘দুষ্টু’ লোকেদের ‘খপ্পরে’ না পড়েন। সন্দেশখালিকে ঘিরে যে ধরনের বিতর্ক ছড়িয়েছিল লোকসভা ভোটের আগে, তা এখন প্রায় স্তিমিত। এই অবস্থায় সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই আবহে আজ সন্দেশখালি-২ ব্লকে একটি রাজনৈতিক সভা করবেন শুভেন্দু। ওই বৈঠকে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি থাকার কথা রয়েছে রেখা পাত্রেরও। ঘটনাচক্রে, সোমবার তৃণমূলে যোগ দেন স্থানীয় নেতা সুজয় মণ্ডল ওরফে ‘সুজয় মাস্টার’। গত বছর সন্দেশখালিতে শাসকবিরোধী আন্দোলনের শুরুতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আজ এই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাংলাদেশে ঘোষণাপত্র প্রকাশ ছাত্রদের মঞ্চের

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আজ ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরেই ৫ অগস্ট সে দেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। এ বার এই ঘোষণাপত্রে ছাত্র নেতারা কী কী দাবি তুলে ধরবেন, সে দিকে নজর থাকবে আজ। ঘোষণাপত্রের সম্ভাব্য দাবিগুলির কিছু অংশের কথা ইতিমধ্যে তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁদের দাবি, ‘মুজিববাদী সংবিধানকে কবরস্থ’ করার পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে ‘অপ্রাসঙ্গিক’ করতে হবে। এই দাবিদাওয়াগুলি শেষ পর্যন্ত ঘোষণাপত্রে জায়গা পায় কি না, সে দিকে নজর থাকবে আজ। তাৎপর্যপূর্ণ ভাবে, এই ঘোষণাপত্রের সঙ্গে দূরত্ব তৈরি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্রকে একটি বেসরকারি উদ্যোগ বলে ব্যাখ্যা করেছে ইউনূসের প্রশাসন। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনও যোগ নেই বলেও দাবি তাদের।

আবার নামছে পারদ, আজ কেমন শীত থাকবে

নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে বাংলায়। পূর্বাভাস বলছে, বছরের শেষ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

চিড়িয়াখানার হাসপাতালে কেমন আছে বাঘিনি জ়িনত

দীর্ঘ ন’দিন টানাপ়ড়েনের পরে রবিবার বনকর্মীরা বাঁকুড়ার জঙ্গল থেকে বাগে আনতে পেরেছিলেন বাঘিনি জ়িনতকে। ওড়িশা থেকে বাংলায় ঢুকে পড়া সেই বাঘিনীর শারীরিক অবস্থা কেমন, তার শরীরে কোনও ক্ষত হয়েছে কি না, ইত্যাদি দেখার জন্য জ়িনতকে রবিবার বেশি রাতেই আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে। আজ ওই বাঘিনির স্বাস্থ্যের খবরে নজর থাকবে।

রাত পোহালেই নতুন বছর

২০২৪ সালের পাওয়া না-পাওয়াকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পর্ব। ইতিমধ্যেই বছর শেষের উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। আজ নজরে থাকবে, কোথায় কী হচ্ছে। নতুন বছর বরণের আগে ফিরে দেখা যাক ২০২৪-এর ফ্যাশন থেকে বিনোদন দুনিয়ার নানা মুহূর্ত, সঙ্গে নতুন বছরে স্বাদ ও স্বাস্থ্যের কথাও ভুললে চলবে না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement