News of the Day

কংগ্রেস কি বিমানের কথা মানবে? কুলপিতে অভিষেক, আইপিএলের লড়াই, দিনভর আর কী কী নজরে

মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়াকে শারীরিক অসুস্থতার কারণে এ বার টিকিট দেয়নি তৃণমূল। ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বাপি হালদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ০৬:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দিল্লিবাড়ির লড়াইয়ে ক্রমশ তেতে উঠছে প্রচারের ময়দান। বিভিন্ন দলের নেতা, প্রার্থীদের বাক্যবাণে এক দিকে যেমন বিতর্ক তৈরি হচ্ছে, তেমনই অভিযোগ পাল্টা-অভিযোগের বহরও বাড়তে শুরু করেছে। আজ মথুরাপুর লোকসভার অন্তর্গত কুলপি বিধানসভায় কর্মিসভা রয়েছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়াকে শারীরিক অসুস্থতার কারণে এ বার টিকিট দেয়নি তৃণমূল। ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বাপি হালদার। এ ছাড়া আজ নজর থাকবে কোচবিহার আসনের দিকে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই লোকসভা ভোটের দিকে এগোচ্ছে বামেরা। ইতিমধ্যে কংগ্রেস কোচবিহার আসনে প্রার্থী দিয়েছে। যেখানে তার আগেই প্রার্থী দিয়েছিল বামেরা। বাম শরিকদের মধ্যে ফরওয়ার্ড ব্লকও সেখানে লড়ছে।

Advertisement

দিল্লিবাড়ির লড়াই

শুক্রবার কোচবিহার নিয়ে কংগ্রেসকে বার্তা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘একে অন্যের বিরুদ্ধে লড়াই করব, তা হবে না। কংগ্রেসের কাছে আবেদন করব, আপানারা কোচবিহার নিয়ে ভাবুন।’’ কোচবিহারে প্রথম দফায় ভোটগ্রহণ। সেখানে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিমানের অনুরোধ শুনে কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করে কি না সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

কেজরীওয়াল ও দিল্লির রাজনীতি

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ইডির হেফাজতে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনীতি জাতীয় স্তর থেকে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরে। জার্মানি, আমেরিকার পর এ বার রাষ্ট্রপুঞ্জের তরফেও প্রতিক্রিয়া এসেছে। কেজরীর মন্ত্রী অতিশী মারলেনা ইডির বিরুদ্ধে সরব হয়েছেন। চলছে আন্দোলন।

আইপিএল: পঞ্জাবের সামনে লখনউ

এ বারের আইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে লখনউ। পঞ্জাব প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে হেরেছে। অন্য দিকে, লখনউ তাদের একমাত্র ম্যাচে হেরেছে। ঘরের মাঠে জিততে মরিয়া কেএল রাহুলের দল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আবহাওয়া কেমন?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বৈশাখের আগে এপ্রিলের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement