গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন সোমবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। আজই উদ্বোধন পর্বের শেষ।
বৃহস্পতিতে কালী পুজো, মঙ্গলে উদ্বোধন পর্ব শেষ করবেন মুখ্যমন্ত্রী মমতা
সোমবার পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভোটের সময় বাঙালি-অবাঙালির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হয় বলেও বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাই একমাত্র জায়গা যেখানে কে কোন ধর্মে বিশ্বাসী, কে কোন জাতির, কে কী খান, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় না। আজ মুখ্যমন্ত্রী কোন কোন কালীপুজোর উদ্বোধন করবেন, সেই খবরে নজর থাকবে।
তন্ময়ের বিরুদ্ধে মহিলা ‘হেনস্থা’র দলীয় তদন্ত
দলীয় নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ‘হেনস্থা’র অভিযোগ ওঠায় অস্বস্তিতে সিপিএম। প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দলের অভ্যন্তরীণ কমিটি (আইসিসি)। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্ত যত দিন না শেষ হচ্ছে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তদন্ত শেষে কমিটি যা প্রস্তাব দেবে, তা গ্রহণ করা বলেও জানিয়েছেন সেলিম। সিপিএম সূত্রে খবর, বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসবে। সেখানেই এই সময়সীমা এবং আইসিসি-তে বাইরে থেকে আরও কাউকে যুক্ত করা যায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার কথা। দলীয় সূত্রে জানা গিয়েছে, আরও কয়েক জন মহিলা সাংবাদিকের সাক্ষ্যগ্রহণ করতে চায় সিপিএম। তাঁদের সঙ্গে তন্ময় কী ধরনের আচরণ করতেন, ‘ইয়ার্কি’র নামে তা মাত্রা ছাড়াত কি না, সে বিষয়েও জানতে চাইছে দল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জুনিয়র ডাক্তারদের দুই সংগঠনের চাপানউতর
এক দিকে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। অন্য দিকে, পাল্টা সংগঠন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্টের বিপ্রতীপে দাঁড়িয়ে সদ্য গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তারদের নবগঠিত সংগঠন রবিবার আট দফা দাবিতে ইমেল পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। তারা সরাসরি অভিযোগ তুলেছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠনের দিকে। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি তাদের। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন চায়, ওই অভিযোগগুলির ভিত্তিতে সরকার পদক্ষেপ করুক। ওই তহবিল অডিট করার দাবিও তুলেছেন অ্যাসোসিয়েশনের সদস্যেরা। এই আবহে জুনিয়র ডাক্তারদের দুই সংগঠনের চাপানউতর কোন দিকে মোড় নেবে? রাজ্য সরকার কি নতুন তৈরি হওয়া সংগঠনের ইমেলের কোনও জবাব দেবে? দুই সংগঠনের চাপানউতর কি আরও বৃদ্ধি পাবে? সেই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।
কালীপুজোর আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
ঘূর্ণিঝড় ‘ডেনা’র প্রভাব কাটতেই ফের বদলাতে শুরু করেছে আকাশের হাবভাব। আপাতত রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো বা দীপাবলির সময়েও রাজ্যে কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কালীপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণের একাধিক জেলায়।
ধনতেরসে এ বার কেমন গয়না কেনার চল বেশি
আগুন দাম সোনার। তবু ধনতেরস। এমন দিনে সোনার গয়না কেনার ইচ্ছা, অভ্যাস তো থাকেই অনেকের। এ বছর উৎসবের মরসুমে কেমন গয়না কেনার চল বেশি, খোঁজ নিচ্ছে আনন্দবাজার অনলাইন। শখ ও সাধ্যের মিলমিশ হল কি?