গুজরাতের উপকূলে মাদক বিরোধী অভিযানের পর উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা। ছবি: উপকূলরক্ষী বাহিনীর সমাজমাধ্যম পাতা থেকে নেওয়া।
আরব সাগরে গুজরাত উপকূলের কাছে উদ্ধার হল প্রায় ৩০০ কেজি মাদক, যার দাম আনুমানিক ১৮০০ কোটি টাকা। শনিবার গভীর রাতে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং উপকূলরক্ষী বাহিনী একটি যৌথ অভিযান চালায়। ওই অভিযানেই উদ্ধার হয় এই মাদক। গোপন সূত্র মারফত গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে মাদক চোরাচালানের চেষ্টার খবর যায়। সেই তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গভীর রাতে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে যৌথ অভিযান চালানো হয়। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করেন। ওই সময়ে তাঁরা মাদকের প্যাকেটগুলি সমুদ্রে ফেলে দেন এবং আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যান। পরে ওই মাদক উদ্ধার করে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।
চলতি বছরের জানুয়ারিতেও গুজরাত থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। ওই সময়ে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছিল। একটি কারখানা থেকে সেগুলি উদ্ধার হয়েছিল। পাওয়া গিয়েছিল মাদক তৈরির দু’হাজার কেজি কাঁচামালও, যার বাজারদর কয়েক কোটি টাকা। ওই ঘটনার চার মাস যেতে না যেতেই মাদক বিরোধী অভিযানে ফের একটি বড় সাফল্য পেল গুজরাত পুলিশ। যদিও পাচারকারীদের ধরা সম্ভব হয়নি ওই অভিযানে।