News Of The Day

উপনির্বাচনে তৃণমূল ছয়ে ছয় হবে কি। মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে কোন জোট ক্ষমতায়। আর কী কী দিনভর নজরে

২০২১ সালের ভোটে এই ছ’টির মধ্যে পাঁচটিই জিতেছিল তৃণমূল। কেবল মাদারিহাট জিতেছিল বিজেপি। মাদারিহাট ছাড়া যে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেগুলি হল সিতাই, মেদিনীপুর, তালড্যাংরা, নৈহাটি এবং হাড়োয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৬:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্যের ছ’টি বিধানসভার উপনির্বাচনের গণনা আজ। ২০২১ সালের ভোটে এই ছ’টির মধ্যে পাঁচটিই জিতেছিল তৃণমূল। কেবল মাদারিহাট জিতেছিল বিজেপি। মাদারিহাট ছাড়া যে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেগুলি হল সিতাই, মেদিনীপুর, তালড্যাংরা, নৈহাটি এবং হাড়োয়া।

Advertisement

রাজ্যের ছয় বিধানসভায় উপনির্বাচনের ফলপ্রকাশ, তৃণমূল ছয়ে ছয় হবে কি

এ যাবৎ কোনও ভোটেই মাদারিহাটে জিততে পারেনি জোড়াফুল শিবির। চা-বাগান ঘেঁষা এই আসনটি ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত ছিল বাম শরিক আরএসপির দখলে। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে মাদারিহাটে বামপন্থীরা হেরেছিলেন। জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। সেই মনোজকে এ বার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন। সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাটে ২৯ হাজার ভোটে হেরেছিল তৃণমূল। তবে গত লোকসভায় সেই ব্যবধান অনেকটা কমে যায়। বিজেপি মাদারিহাট থেকে ১১ হাজার ভোটে ‘লিড’ পায়। অর্থাৎ, তিন বছরের মধ্যে ব্যবধান কমে গিয়েছিল প্রায় ১৮ হাজার ভোটের। যাকে ‘ইতিবাচক’ বলেই মনে করছে তৃণমূল। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

Advertisement

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে কোন জোট ক্ষমতায়, মিলবে কি সমীক্ষা

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদে কে বসবে, আজই মিলবে তাঁর উত্তর। বুধবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এই দুই রাজ্যে। ভোটগ্রহণ পর্ব শেষে অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, দুই রাজ্যে মসনদ দখল করবে বিজেপি জোট। তবে প্রায় সব ক’টি সমীক্ষাতেই দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতই রয়েছে। যদিও ইতিহাস বলছে, অনেক সময়েই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। অর্থাৎ, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে ‘মহাজুটি’ সরকার এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ সরকারের ভবিষ্যৎ কী জানা যাবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কমবে কি আলুর দাম

আলুর দামবৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবারের মধ্যে আলুর দাম কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ওই বৈঠকে। এখন দেখার, দাম কমে কি না। আজ এ নিয়ে হুগলির হরিপালে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার। সেই বৈঠকের দিকে নজর থাকবে।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি

আজ কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে অংশ নেবেন ফিরহাদ হাকিম। এই কর্মসূচিতে শহরের নাগরিকেরা নানা অভিযোগ, সমস্যা নিয়ে সরাসরি ফোন করেন। মেয়র শোনেন সকলের কথা। যদি তা সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। আজ এই খবরে নজর থাকবে।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বঙ্গে পারদপতন কবে হবে

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কা। আজকের মধ্যেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে আপাতত নতুন করে আর পারদপতনের সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সকালের দিকে অধিকাংশ জেলাতেই থাকবে কুয়াশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement