News Of The Day

হিথরো বিমানবন্দরের পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতার ব্রিটেন সফর। শুরু আইপিএল, ইডেনে কেকেআর। আর কী

বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকার কথা জানিয়েছিল লন্ডনের হিথরো বিমানবন্দর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৭:৫৬
Share:

—ফাইল চিত্র।

হিথরো বিমানবন্দরের পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতার ব্রিটেন সফর

Advertisement

বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকার কথা জানিয়েছিল লন্ডনের হিথরো বিমানবন্দর। কর্তৃপক্ষের আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। হিথরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। ঘটনাচক্রে, শনিবার সকালেই সাত দিনের সফরে লন্ডন রওনা হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার লন্ডনের সময় রাত ৮টা নাগাদ হিথরোয় পৌঁছোনোর কথা ছিল তাঁর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সূচিতে বদল হয়েছে। শুক্রবার রাতে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, যে সংস্থার বিমানে মমতা যাবেন, শেষ পর্যন্ত তাঁরা নিশ্চিত করলে শনিবার রাতের বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী যে বিমানে যাবেন, তা হিথরো বিমানবন্দরে না-ও নামতে পারে। হিথরোর বদলে সেই বিমান গিয়ে নামতে পারে গ্যাটউইক বিমানবন্দরে। আজ এই খবরে নজর থাকবে।

শুরু আইপিএল, ইডেনে কলকাতা বনাম বেঙ্গালুরু

Advertisement

প্রতীক্ষার অবসান। ইডেনে আজ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বারের চ্যাম্পিয়ন কেকেআর এ বার নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামছে। বিরাট কোহলির আরসিবি এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৮তম আইপিএলে কি সফল হবেন? আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। তার আগে সন্ধ্যা ৬টা থেকে রয়েছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ডাকা আসন পুনর্বিন্যাস বৈঠক

আসন পুনর্বিন্যাস নিয়ে আজ চেন্নাইয়ে বৈঠকে বসছে যৌথ কর্মপ্রক্রিয়া কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই বৈঠক ডেকেছেন। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের অবিজেপি দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন তিনি। আজকের বৈঠকে তাই দক্ষিণী রাজ্যগুলির পাশাপাশি অন্য রাজ্যের অবিজেপি দলগুলিকেও আমন্ত্রণ জানিয়েছেন স্ট্যালিন। কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবের রাজনৈতিক নেতাদের আজকের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিনের সন্দেহ, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে দক্ষিণী রাজ্যগুলির লোকসভার আসনসংখ্যা কমতে পারে। ফলে হিন্দি বলয়ের রাজ্যগুলির তুলনায় দক্ষিণের রাজ্যগুলির সাংসদসংখ্যা তেমন বাড়বে না বলে মনে করছেন তিনি। এর ফলে হিন্দি বলয়ের শক্তিশালী দল বিজেপি লাভবান হতে পারে বলে শঙ্কা স্ট্যালিনের। এই নিয়ে সংসদেও লাগাতার সরব হয়েছেন ডিএমকে সংসদেরা। এই আবহে আজ চেন্নাইয়ের বৈঠকে কোন কোন বিরোধী দল উপস্থিত থাকে, বাংলার কোনও দলের প্রতিনিধি থাকেন কি না, সে দিকে নজর থাকবে আজ।

হলদিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দুর মিছিল ও সভা

আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মিছিল এবং সভা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই কর্মসূচির জন্য প্রথমে পুলিশ অনুমতি দেয়নি। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার মিছিল এবং সভার অনুমতি দেন। বন্দর শহর তথা শিল্পনগরীর ক্ষুদিরাম বসু স্কোয়্যার থেকে শুরু হয়ে মিছিল যাবে দুর্গাচক নিউ মার্কেট পর্যন্ত। মিছিল শেষে সেখানে শুভেন্দুরা সভা করতে পারবেন। তবে হাইকোর্টের নির্দেশ, গোটা কর্মসূচি সম্পন্ন হতে হবে বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দল ছেড়ে ১০ মার্চ তৃণমূলে যোগ দিয়েছেন। তার দিন দুয়েকের মধ্যেই হলদিয়ায় শুভেন্দু কর্মিসভা করে তাপসীকে পরবর্তী নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ ছোড়েন। আজ আরও বড় আকারে শক্তি প্রদর্শন করতে চলেছেন শুভেন্দু।

রাজ্যের আট জেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি, সতর্কতা জারি

আজ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও ঝড়ের (গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার) পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। তবে শিলাবৃষ্টির সম্ভাবনা নেই।

বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার ম্যাচ

আগামী বছরের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজ আর্জেন্টিনার খেলা। বিপক্ষে উরুগুয়ে। লাতিন আমেরিকার গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের ১২ ম্যাচে ২৫ পয়েন্ট। শুক্রবার জিতে ব্রাজিল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের ১৩ ম্যাচে ২১ পয়েন্ট। আজ উরুগুয়ে জিতলে দ্বিতীয় স্থানে চলে আসবে। তাদের ১২ ম্যাচে ২০ পয়েন্ট। খেলা শুরু ভোর ৫টা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement