Jofra Archer Unwanted Record

চার ওভারে ৭৬ রান, লজ্জার রেকর্ড আর্চারের! কাদের স্বস্তি দিলেন রাজস্থানের পেসার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৭৬ রান দিয়েছেন জফ্রা আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৯:৪৭
Share:
cricket

হায়দরাবাদের বিরুদ্ধে বল করার সময় জফ্রা আর্চার। ছবি: রয়টার্স।

আইপিএলের নতুন মরসুমের শুরুটা ভাল হল না জফ্রা আর্চারের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৭৬ রান দিয়েছেন জফ্রা আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন রাজস্থানের পেসার।

Advertisement

রবিবার হায়দরাবাদের মাঠে তাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। যদিও প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিল তারা। উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি। শুরু থেকে রান হওয়ায় পাওয়ার প্লে-র মধ্যে আর্চারের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথম ওভারেই ২৩ রান দেন তিনি। ট্রেভিস হেড তাঁর বলে চারটি চার ও একটি ছক্কা মারেন। সেই শুরু।

পরের তিন ওভারেও রান দিয়েছেন আর্চার। জোরে জোরে বল করছিলেন আর্চার। ফলে ব্যাটে বল ভাল আসছিল। বড় শট মারতে সমস্যা হচ্ছিল না। কোনও বল আবার ব্যাটের কানায় লেগেও বাউন্ডারির বাইরে চলে যায়। সব মিলিয়ে স্পেলে চার ওভারে ৭৬ রান দেন আর্চার। একটিও উইকেট নিতে পারেননি ইংল্যান্ডের পেসার।

Advertisement

আর্চার স্বস্তি দিয়েছেন মোহিত শর্মাকে। গত বার গুজরাত টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে ৭৩ রান দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে হায়দরাবাদের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে ৭০ রান দিয়েছিলেন বাসিল থাম্পি। তাঁদের নজির টপকে গিয়েছেন আর্চার। লজ্জার বোলিংয়ের তালিকায় সকলের উপরে রয়েছেন তিনি।

হায়দরাবাদের বিরুদ্ধে অবশ্য শুধু আর্চার নন, রাজস্থানের প্রায় সব বোলারই রান দিয়েছেন। হেড আউট হওয়ার পর ঈশান কিশন হাত খুলে মেরেছেন। শতরান করেছেন তিনি। ২০ ওভারে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ২৮৭। গত বার হায়দরাবাদই সেই রান করেছিল। মাত্র দু’রানের জন্য নিজেদের রেকর্ড ভাঙতে পারেনি তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement