News Of The Day

আরজি কর-কাণ্ডের ৩ মাস, গ্যালারি থেকে কনভেনশন। তন্ময়ের হাজিরা। অভিষেকের কর্মসূচি। আর কী নজরে

শনিবার দুপুরে ধর্মতলায় ‘জনতার চার্জশিট’ কর্মসূচির ডাক দিয়েছে ‘অভয়া মঞ্চ’। একই দিনে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আরজি কর-কাণ্ডের ৩ মাস, ২ গোষ্ঠীর ৪ কর্মসূচিতে মিছিল, গ্যালারি থেকে কনভেনশন

Advertisement

আজ আরজি কর-কাণ্ডের তিন মাস পূর্ণ হওয়ার দিনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘দ্রোহের গ্যালারি’ করার ডাক দিয়েছেন জুনিয়র ডক্টর্‌স’ ফ্রন্টের সদস্যেরা। নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবিতে আজ দুপুর ৩টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন ফ্রন্টের সদস্যেরা। শনিবার দুপুরে ধর্মতলায় ‘জনতার চার্জশিট’ কর্মসূচির ডাক দিয়েছে ‘অভয়া মঞ্চ’। একই দিনে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্যেরা। স্টার থিয়েটারে হবে সেই কনভেনশন। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নিজের সংসদীয় এলাকায় অভিষেকের কর্মসূচি

Advertisement

পুজোর পরে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়ে আজ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় সাংসদের যে অফিস রয়েছে, সেখানেই হবে ওই কর্মসূচি। দলের কেউ কেউ কর্মসূচিকে ‘বিজয়া সম্মিলনী’ আখ্যা দিলেও, অভিষেক তা বলছেন না। তাঁর কথায়, ‘‘অনেক দিন সবার সঙ্গে দেখা হয়নি। বিজয়ার পরে সবার সঙ্গে দেখা করব।’’ এর আগে গত ১১ অগস্ট প্রশাসনিক কর্মসূচিতে নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন অভিষেক। মাঝে কয়েক সপ্তাহ চোখের অস্ত্রোপচারের জন্য অভিষেককে আমেরিকায় থাকতে হয়েছিল। কালীপুজোর দু’দিন আগে তিনি কলকাতায় ফেরেন। আজ অভিষেকের এই কর্মসূচিতে নজর থাকবে।

সিপিএমের তদন্ত কমিটির সামনে তন্ময়ের হাজিরা

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে আজই প্রথম বার দলীয় তদন্ত কমিটির মুখোমুখি হবেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। বেলা সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে তাঁর হাজিরা দেওয়ার কথা। এর আগে বরাহনগর থানায় দু’দিন ডেকে তন্ময়কে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া, কবে থেকে শীতের আমেজ

নভেম্বরের মাঝামাঝি থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। সেই সময় উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গেই নামতে পারে পারদ। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বাকি জেলার তুলনায় তাপমাত্রা বেশি কমতে পারে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, দর্শনার্থীদের ভিড় কেমন

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোর সাজে সেজেছে গোটা চন্দননগর। ছোট, বড় বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবারের মতো আজও জনজোয়ার দেখা দিতে পারে চন্দননগরে। মণ্ডপে মণ্ডপে আজ কেমন ভিড় হয়, নজর থাকবে সে দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement