News Of The Day

সন্দেশখালিতে আদিবাসী তরুণীকে ‘নির্যাতন’ ও খুনের তদন্ত। শীতে বাদ সাধবে নিম্নচাপ। আর কী কী

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় ধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতার ঠাকুমা জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়ে সুবিচার দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সন্দেশখালিতে আদিবাসী তরুণীকে ‘নির্যাতন’ ও খুন, কোন পথে এগোচ্ছে তদন্ত

Advertisement

হাত-পা বাঁধা। কোমরেও বাঁধা ছিল ইট। ওই অবস্থায় শনিবার সকালে এক আদিবাসী তরুণীর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে শোরগোল শুরু হয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায়। কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন ওই তরুণী। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। যদিও নির্দিষ্ট কারও দিকে আঙুল তোলেনি তারা। মৃতার ঠাকুমা জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়ে সুবিচার দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। ওই ঘটনা নিয়ে পুলিশ কী বলছে, কোন দিকে তদন্তের গতিপ্রকৃতি, সে দিকে নজর থাকবে আজ।

বাংলাদেশে-বিতর্ক ও ভারতের অবস্থান

Advertisement

ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে আর সুর চড়িয়েছে বাংলাদেশ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বলেছেন, ‘‘ভারতকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মেনে নেবে না, আমরা সমঅধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই।’’ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই নয়াদিল্লি-ঢাকা সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে সীমান্তের দু’পার থেকেই। আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রেক্ষিতে পরিষেবা বন্ধ করেছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে আগামী সোমবার এক দিনের জন্য ঢাকায় যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। ভারত-বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের আলোচনায় (ফরেন অফিস কনসালটেশন সংক্ষেপে এফওসি) যোগ দেবেন তিনি। বাংলাদেশ-বিতর্ক কোন দিকে গড়ায়, ভারতের অবস্থানই বা কী হয়, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিদ্রোহীদের কার্যকলাপে কি সিরিয়ার আসাদের পতন হবে

সিরিয়ায় কি শেষ হতে চলেছে বাশার আল আসাদের শাসনকাল? সে দেশের বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী ক্রমশ এগোচ্ছে সিরিয়ার রাজধানী দামাস্কার দিকে। আজ সিরিয়ার পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে সে দিকে। ইতিমধ্যেই ভারত সরকার সে দেশে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে। ‘প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো’, ‘সাবধানে চলাফেরা করা’ এবং ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’র কথা বলা হয়েছে বিদেশ মন্ত্রকের সতর্কবার্তায়। সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আজ এই খবরে নজর থাকবে।

শীতের আমেজে বাদ সাধল নিম্নচাপ, কোথায় কেমন বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। জোড়া ফলায় রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ উত্তরের কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন

সাত দিনের মধ্যে পঞ্চম দিন অতিবাহিত। ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আর দু’দিন বাকি। পঞ্চম দিন জমজমাট নানা ভাষার ছবিতে। অভ্যাগত তালিকায় ছিলেন প্রযোজক আলেজান্দ্র গারবার বিসেচি। ছিলেন একাধিক বাঙালি পরিচালকও। আজকের মূল আকর্ষণ, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা মারকো লিওনার্দি, পরিচালক পুলকিত তোমর প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement