গ্রাফিক: শৌভিক দেবনাথ।
মাছ-মিষ্টি-মোর… ভাইফোঁটার আগে বাজারদর কেমন
রবিবার ভাইফোঁটা। ছুটির দিন। তার আগে কলকাতার বাজারে মাছ, মাংস থেকে শুরু করে সব্জি, ফল— সব কিছুরই চাহিদা বৃদ্ধি হচ্ছে। সঙ্গে দামও সাধারণ দিনের তুলনায় কিছুটা উর্ধ্বমুখী হতে পারে। শীতের মরসুমি সব্জিও বাজারে উঠতে শুরু করেছে। সেগুলির দামের দিকেও আজ নজর থাকবে। শহর ও শহরতলির বিভিন্ন বাজারগুলিতে কাতলা ৩০০ টাকা প্রতি কেজি, রুই ২৫০ টাকা প্রতি কেজি, মুরগির মাংস ২৫০ টাকা প্রতি কেজির আশপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি, জেলার বাজারেও মাছ-মাংসের দাম অন্যান্য দিনের তুলনায় এই সময় কিছুটা বৃদ্ধি হতে পারে। সে ক্ষেত্রে ভাইফোঁটার আগে বাজার করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগার সম্ভাবনাও রয়েছে। ভাইফোঁটার আগে আজ বাজারদর কেমন, সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ভাইফোঁটার আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের পর আজও দক্ষিণবঙ্গের দু’একটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু শনিবার থেকে আকাশ একদম পরিষ্কার থাকবে। আজ উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে।
বহু বিমানে বোমাতঙ্ক: চলছে ধরপাকড়, তদন্তের গতিপ্রকৃতি
পর পর বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় কড়া পদক্ষেপের চিন্তাভাবনা করছে কেন্দ্র। আলোচনা চলছে অসামরিক বিমান পরিবহণ আইনে সংশোধনী আনার বিষয়েও। এ ছাড়া বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনায় স্থানীয় স্তরেও বিভিন্ন থানা তদন্ত চালাচ্ছে। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। কেরল থেকেও বুধবার মহম্মদ ইজাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিমানে বোমা রাখার ভুয়ো খবর ছড়ালে যে তার কোনও ভাবেই রেয়াত করা হবে না— এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রও। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বোমা রাখার ভুয়ো খবর সংক্রান্ত বিষয়ে আরও নতুন কী কী তথ্য উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে খরচ বৃদ্ধি
আজ থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ক্রেডিট কার্ডে গ্রাহকরা অনেক সময়েই ‘ইউটিলিটি বিল’ দিয়ে থাকেন। এ বার থেকে এই ধরনের লেনদেন এক শতাংশ সারচার্জ দিতে হবে। বিলের অঙ্ক ৫০ হাজার টাকা বা তার বেশি হলে তবেই সারচার্জ প্রযোজ্য হবে। কিন্তু বিল এর চেয়ে কম এলে কোনও সারচার্জ লাগবে না। উল্লেখ্য বিদ্যুৎ, গ্যাস এবং জলের মতো প্রয়োজনীয় পরিষেবার যে ফি নেওয়া হয়, সেটা ইউটিলিটি বিল।
আরজি কর-কাণ্ড: প্রতিবাদ ও আন্দোলন কোন পথে
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের পর আড়াই মাস পেরিয়ে গিয়েছে। প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তারেরা এখনও পথে নামছেন। বৃহস্পতিবার দীপাবলিতেও তাঁরা দেশজোড়া প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। প্রতিবাদী রঙ্গোলি এঁকে এবং প্রদীপ জ্বালিয়ে নির্যাতিতার জন্য বিচারের দাবি জানান তাঁরা। সাধারণ মানুষের কাছেও সেই আবেদন জানান। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রাখার ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। বলেছিলেন দু’মিনিটের জন্য নীরবতা পালন করতে। তার আগে বুধবারই জুনিয়র ডাক্তারেরা বিচারের দাবিতে সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযান করেন। সেখানে পৌঁছে একটি পথসভা করা হয়। ডাক্তারদের আশঙ্কা, সিবিআই তদন্তে ঢিলেমি দিচ্ছে। এর ফলে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেতে পারেন ধর্ষণ-খুন কাণ্ডের ধৃতেরা। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।