Kalyan Banerjee

পুজো করতে করতে কেঁদে ভাসালেন তৃণমূলের কল্যাণ, দেখুন ভিডিয়ো

কখনও হাতজোড় করে প্রার্থনা করছেন, কখনও হাত ছড়িয়ে আবেগে ভেসে যাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৪:৪৭
Share:
Advertisement

শ্রীরামপুর গাঁধী ময়দানে নবমী পুজো করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই পুজোর ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। দেখা যাচ্ছে, আরতি করার সময় আবেগতাড়িত হয়ে পড়েছেন সাংসদ। কেঁদে ফেলছেন তিনি। কখনও হাতজোড় করে প্রার্থনা করছেন, কখনও হাত ছড়িয়ে আবেগে ভেসে যাচ্ছেন। বৃহস্পতিবার পুজো করতে বসে চণ্ডীপাঠ করেন কল্যাণ। পুজো সেরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘সুজিত ভাল ছেলে, তবে ওর আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিমানবন্দরের নির্দিষ্ট এলাকার মধ্যে আলোর জন্য আলাদা করে অনুমতি নিতে হয়। সেই অনুমতির দিকে নজর দেওয়া হয়নি। সরকার খোলামেলা প্যান্ডেল করতে বলেছে, ভিড় এড়াতে বলেছে কোভিডের কারণে। সে ভাবেই অনুমতি দেওয়া হয়েছে। তার পরেও কেন ভিড় ডেকে আনা হল? উচিত ছিল করোনা সংক্রমণকে মাথায় রেখে সমস্ত কিছুর আয়োজন করা। ভিড়ের ফলে সরকারের উদ্দেশ্য ব্যহত হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement