ধৃত পঞ্চায়েত সদস্য আব্দুল রসিদ। —নিজস্ব চিত্র।
আগ্নেয়াস্ত্র পাচার কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেল পুলিশের (জিআরপি) হাতে গ্রেফতার গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারশোভাপুর এলাকার তৃণমূলের সেই পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদকে গ্রেফতার করে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জিআরপি। আব্দুল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। জিতেছিলেন গত পঞ্চায়েত ভোটে। পরে তিনি তৃণমূলে যোগ দেন।
রেল পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর দুপুরে নিউ ফরাক্কা স্টেশন চত্বর থেকে তৌসিফ আলি নামে এক যুবককে গ্রেফতার করেছিল রেল পুলিশ। তাঁর কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং চারটি ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়। পরে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আব্দুলের খোঁজ পান তদন্তকারীরা।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরায় আব্দুল জানিয়েছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশের এক ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। হাতবদলের আগে আগ্নেয়াস্ত্রগুলি মেরামতের জন্য বিহারের আরারায় পাঠানো হচ্ছিল মেরামতের জন্য। সেই দায়িত্ব ছিল তৌসিফের উপর।
রবিবার আব্দুলকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
ধৃতের অবশ্য বক্তব্য, ‘‘পুরনো একটি অস্ত্র মামলায় রেল পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আমি কংগ্রেসের প্রতীকে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলাম। এক বছর থেকে ধরে আমি সেখানেই রয়েছি।’’