West Bengal Panchayat Election 2023

পঞ্চায়েত ভোট নিয়ে ১৭ জুন বৈঠকে বসছে তৃণমূলের নির্বাচনী কমিটি

আগামী ১৭ জুন বৈঠকে বসবে তৃণমূলের নির্বাচনী কমিটি। পঞ্চায়েত ভোটের দায়িত্বপ্রাপ্ত সব নেতাকে ডাকা হয়েছে বৈঠকে। সভাপতিত্ব করবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ২৩:০৭
Share:

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের তৃণমূল ভবনে বৈঠকে বসবে দলের নির্বাচনী কমিটি। ছবি: সংগৃহীত।

আগামী ৮ জুলাই ১ দফায় রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। ধীর গতিতে মনোনয়ন দাখিল শুরু করেছে শাসকদল তৃণমূল। এ বার সেই ভোটের প্রস্তুতি স্বরূপ বৈঠকে বসতে চলেছে তৃণমূলের নির্বাচনী কমিটি। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৭ জুন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের তৃণমূল ভবনে বৈঠকে বসবে দলের নির্বাচনী কমিটি। বৈঠকে পঞ্চায়েত ভোটের দায়িত্বপ্রাপ্ত সব নেতাকে তলব করা হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া সময় সীমা অনুযায়ী আগামী ১৫ জুন মনোনয়ন দাখিল পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলি। তাই পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমাও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি, ভোটের দিনও বদল হতে পারে। তাই তৃণমূল নেতৃত্ব কলকাতা হাই কোর্টের রায়ের দিকে তাকিয়েই পরবর্তী পদক্ষেপ করতে চাইছেন। সেইদিক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল নেতৃত্বের এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা শেষ হতে পারে ১৬ জুন। কোচবিহার থেকে শুরু হওয়া এই জনসংযোগ যাত্রার সমাপ্তি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। তাই জনসংযোগ যাত্রা শেষ হবার পর দিনেই সব জেলা নেতাকে তৃণমূল ভবনে তলব করেছেন দলের রাজ্য সভাপতি। এই বৈঠকে যেমন প্রার্থীদের প্রচার প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেবেন সুব্রত। তেমনই বিরোধীদের আক্রমণের মোকাবিলা কী ভাবে করতে হবে তারও উপায় বাতলে দিতে পারেন রাজ্য সভাপতি। এই বৈঠক প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ দায়িত্বপ্রাপ্ত কোনও নেতা। জেলার দায়িত্বপ্রাপ্ত এক নেতার কথায়, ‘‘ওই দিনের বৈঠকে দলের সভাপতি আমাদের যে ভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে বলবেন সে ভাবেই আমরা কাজ করব। বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে তা আমাদের এখনও জানানো হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement