প্রতীকী ছবি।
তিন বছর পরে আজ, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রভোট হতে চলেছে। ভোট গণনা বৃহস্পতিবার। যাদবপুরের ছাত্রভোটে এ বারেই প্রথম প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। নির্বাচন পর্বে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির কাছে স্মারকলিপি দিয়ে টিএমসিপি-র তরফে অভিযোগ করা হয়, গ্রন্থাগার বিজ্ঞানের এক শিক্ষক এসএফআইয়ের পক্ষ নিয়ে টিএমসিপি প্রার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন। ওই শিক্ষককে যাতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া না-হয়, আবেদন জানায় টিএমসিপি। মৌখিক ভাবে আরও কয়েক জন শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ করেন টিএমসিপি-র সদস্যেরা।
কলা বিভাগের পরামর্শদাতা কমিটি সিদ্ধান্ত নেয়, যে-ক্লাসে গ্রন্থাগার বিজ্ঞানের ওই শিক্ষকের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের কথা ছিল, সেখান থেকে অন্য ক্লাসে তাঁকে দায়িত্ব দেওয়া হবে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)। সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘শিক্ষকদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ চরম অসম্মানজনক। এই ধরনের অভিযোগ এলে শিক্ষকেরা ভবিষ্যতে ছাত্র সংসদের ভোটে দায়িত্ব পালন আদৌ করবে কি না, সেটা ভেবে দেখতে হবে।’’