Nadia

তেহট্টে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের! সব আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি

নদিয়ার একটি সমবায় নির্বাচনে পর্যুদস্ত হল বিজেপি। নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। তেহট্টের হাঁসপুকুরিয়া সমবায় সমিতির সব ক’টি আসনেই শাসকদল সমর্থিত প্রার্থীরা জিতলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ২০:০৯
Share:

—প্রতীকী চিত্র।

নদিয়ার একটি সমবায় নির্বাচনে পর্যুদস্ত হল বিজেপি। নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। তেহট্টের হাঁসপুকুরিয়া সমবায় সমিতির সব ক’টি আসনেই শাসকদল সমর্থিত প্রার্থীরা জিতলেন। গত লোকসভা ও বিধানসভা ভোটে হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এগিয়েছিল বিজেপি। এ বার সেখানে সমবায় ভোটে পদ্মশিবির সব ক’টি আসনে প্রার্থীই দিতে না পারায় দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। এর জন্য গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন দলের কেউ কেউ। যদিও তা মানতে নারাজ নেতৃত্ব।

Advertisement

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাঁসপুকুরিয়া সমবায় সমিতিতে মোট আসন ৬৩টি। মোট ভোটার ১৬০০ জন। তার মধ্যে এ বার মাত্র ৩৯টি আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। রবিবার ভোটের পর দেখা গিয়েছে, সেই ৩৯টি আসনে কোনও দাগই কাটতে পারেনি পদ্মশিবির। সব আসনেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফলে এই সমবায় সমিতি তৃণমূলের দখলে গেল।

বিজেপির মণ্ডল সভাপতি প্রকাশ মণ্ডল বলেন, ‘‘সমবায় নির্বাচনে আধিকারিক থেকে রিটার্নিং অফিসার সকলে শাসকদলের হয়ে কাজ করেছেন। আমাদের সঠিক ভাবে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। তার পরেও আমরা সব আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু স্ক্রুটিনির সময় ২৪ জনের মনোনয়ন বাতিল হয়। তাই সব আসনে প্রার্থী দিতে না পারার কথা ঠিক না।’’

Advertisement

তৃণমূল নেতা তথা আইনজীবী জুলফিকার আলি খান বলেন, ‘‘মানুষ বিজেপির ভাঁওতা বুঝতে পেরেছে। এই সমবায় সমিতির নির্বাচনে বোঝা গেল, বিজেপির পক্ষে আর মানুষকে ভুল বোঝানো সম্ভব নয়। বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারল না জনসমর্থন না থাকায়। আবার যে ক’টা আসনে ভোট হয়েছে, তাতেও মানুষ বুঝিয়ে দিয়েছে যে, তারা পঞ্চায়েত নির্বাচনের মতো ভুল আর করতে চায় না। এই জন্য তাদের অভিনন্দন জানাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement