সবং ও মহাজাতি সদন বনাম ময়দানে গাঁধী মূর্তির পাদদেশের সভা। সবং, মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র সংগঠনের সভা। আর গাঁধী মূর্তির্র পাদদেশে তৃণমূল। শুক্রবার ছাত্র পরিষদের (সিপি) প্রতিষ্ঠা দিবসে এই তিন জায়গা ঘিরে কংগ্রেস-তৃণমূলের আকচাআকচিতে সরগরম হয়ে ওঠার সম্ভাবনা প্রবল।
সবংয়ে দলীয় ছাত্র খুনের ঘটনাকে তৃণমূলের সরকারের বিরুদ্ধে আক্রমণ সানাতে কংগ্রেস নেতৃত্ব এ দিনটি যেমন বেছে নিয়েছেন, তেমনই ময়দানে গাঁধী মূর্তির পাদদেশের সভা থেকে বিরোধীদের পাল্টা আঘাত করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রস্তুত হয়েছেন তৃণমূলের শীর্ষনেতারা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্সির ছাত্র বিক্ষোভের ঘটনাকে সামনে রেখে বিরোধী, বিশেষ করে সিপিএমকে তুলোধনা করবেন দলনেত্রী। দলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, প্রেসিডেন্সিতে ছাত্র বিক্ষোভে মদত দেওয়া থেকে শুরু করে নবান্ন অভিযানের নাম করে রাজ্যে বিরোধী বামেরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে দলের কর্মসূচি নেত্রী যেমন ঘোষণা করবেন, তেমনই বিধানসভা ভোটের আগে দলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার উপরও গুরুত্ব দিয়ে তিনি বার্তা দেবেন।
ছাত্র পরিষদ কর্মী খুন নিয়ে কংগ্রেস শুক্রবার প্রতিবাদ সভা করছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সেখানে দলের স্থানীয় বিধায়ক মানস ভুঁইয়ার উদ্যোগে প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতাদের অনেকেই অংশ নেবেন বলে দলীয় সূত্রে দাবি। পাশাপাশি, ছাত্র পরিষদের গর্ভগৃহ বলে পরিচিত মহাজাতি সদনের সামনেও প্রতীকী সভার আয়োজন করেছে রাজ্য ছাত্র পরিষদ। তবে এখন মহাজাতি সদনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে গতবারের মতো এ বারেও ছাত্র পরিষদের সভা হবে পাশের গলিতে।