Mid-day meal

অগোচরে মিড ডে মিলের চাল চুরি প্রধানশিক্ষকের? স্কুলের সামনে ভ্যান থামতেই ফরাক্কায় চাঞ্চল্য!

রবিবার। স্কুল বন্ধ। ছুটির দিনে স্কুল থেকে মিড মে মিলের চালের বস্তা পাচারের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। জঙ্গিপুরের ফরাক্কার ইমামনগর হাই স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধেই মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

—নিজস্ব চিত্র।

রবিবার। স্কুল বন্ধ। ছুটির দিনে স্কুল থেকে মিড মে মিলের চালের বস্তা পাচারের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। জঙ্গিপুরের ফরাক্কার ইমামনগর হাই স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধেই মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠেছে। প্রধানশিক্ষক অবশ্য ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, খারাপ চাল ফেরত পাঠানো হচ্ছিল পিকআপ ভ্যানে করে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে একটি পিকআপ ভ্যান এসে দাঁড়িয়েছিল স্কুলের সামনে। কিছু ক্ষণের মধ্যেই সেখানে হাজির হন প্রধানশিক্ষক। এর পরেই দেখা যায়, স্কুল থেকে চালের বস্তা পিকআপ ভ্যানে তোলা হচ্ছে। এলাকাবাসীর দাবি, ছুটির দিনে স্কুলে অন্যান্য শিক্ষক এবং পড়ুয়ারা না থাকার সুযোগ নিয়ে মিড ডে মিলের চালের বস্তা পাচার করার চেষ্টা করছিলেন প্রধানশিক্ষক ইন্তেখাব আলম। পাল্টা প্রধানশিক্ষকের বক্তব্য, ‘‘অভিযোগ সঠিক নয়। এজেন্সি রবিবারই স্কুলের চাল পাঠিয়েছে। সেই চালের মান ভাল না হওয়ায় ফেরত পাঠানো হচ্ছিল।’’

প্রধানশিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ ওঠার খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুদ্দো। তিনি বলেন, ‘‘বিষয়টি সকালে এক সহকারী শিক্ষক মারফত জানতে পারি। জানার পর প্রধানশিক্ষককে ফোন করেছিলাম। ছুটির দিনে এ সব করে উনি ভুল করেছেন। সোমবার এমসির মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে প্রধানশিক্ষককে হাজির থাকতে বলা হয়েছে।’’

Advertisement

ফরাক্কা সার্কেলের স্কুল ইন্সপেক্টর (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, ‘‘রবিবার ছুটির দিনে আসলে কী হচ্ছিল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তেমন কিছু ঘটে থাকলে পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement