Sonam Kapoor

হালকা শীতের আমেজে কী পরবেন? সোনমের সাজগোজ দেখে শিখে নিন

বলিউডের তারকাদের কাছে বিমানবন্দরে সাজপোশাক বেশ চর্চার বিষয়। এই বিষয়ে বলিউডে যাঁর বেশ নামডাক রয়েছে, তিনি সোনম কপূর। সম্প্রতি পোশাক নিয়ে চর্চায় সোনম। হালকা ঠান্ডার আমেজে আপনিও সাজতে পারেন এমন ভাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:২৫
Share:

শার্ট ড্রেসের সঙ্গে লম্বা কোট পরেছেন সোনম। ছবি: সংগৃহীত।

শাল, জ্যাকেট, মাফলার, টুপি, সোয়েটার— শীতকাল মানেই পোশাকে সেই একঘেয়েমি। বিয়েবাড়ি কিংবা বন্ধুরবাড়ি হালকা পার্টি— সাজগোজে বৈচিত্র আনার খুব একটা সুযোগ থাকে না। কিন্তু একটু ভাবনাচিন্তা করলে সাজে আনা যায় নিজস্বতা। ঠিক যেমন সোনম কপূর সেজেছেন। বলিউডের তারকাদের কাছে বিমানবন্দরে সাজপোশাক বেশ চর্চার বিষয়। এই বিষয়ে বলিউডে যাঁর বেশ নামডাক রয়েছে, তিনি সোনম কপূর। প্রতি বারই বিমানবন্দরে নিত্যনতুন পোশাকে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি গোড়ালি ঝুল শার্ট ম্যাক্সি ড্রেসের সঙ্গে লম্বা কোট পরে দেখা গিয়েছে সোনমকে। হাতে নিয়েছিলেন টোট ব্যাগ। তাঁর এই সাজ নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে।

Advertisement

বাতাসে এখন ঠান্ডার আমেজ। আর কিছু দিনের মধ্যেই শীত চলে আসবে। মাঝের এই সময়টাতে হালকা ঠান্ডায় কী পরবেন, তা নিয়ে যদি চিন্তা থাকে, তা হলে সোনমের মতো সাজতেই পারেন। বছরের প্রতিটি ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে বদলায় ফ্যাশন-ভাবনা। সাম্প্রতিক মরসুম বদল মাথায় রেখেও চলছে উদ্ভাবনী চিন্তাভাবনা। চলতি হাওয়ায় রয়েছে লেয়ার্ড ফ্যাশন। ঠিক সোনম যেমন পরেছেন, ম্যাক্সি ড্রেসের উপরে লম্বা উলের কোট।

ম্যাক্সি ড্রেস, স্ট্র্যাপি ড্রেস, এ লাইন ড্রেস এখন মহিলাদের মধ্যে জনপ্রিয়। কারণ, এই পোশাকগুলিতে আরাম বেশি। চেহারা ভারীর দিকে হলেও দিব্যি মানিয়ে যায়। আর হালকা ঠান্ডা থাকলে এর উপরে চাপিয়ে নেওয়া যায় এমব্রয়ডারি জ্যাকেট। উলের জ্যাকেটে অস্বস্তি হয় অনেকের। সে ক্ষেত্রে কাপড়ের জ্যাকেট আরামদায়ক হতে পারে। পশ্চিমি পোশাকের সঙ্গে পরা যায় টুইড জ্যাকেটও। জিন্‌সের পাশাপাশি লম্বা ঝুলের জামা, শাড়ির সঙ্গেও দিব্যি মানিয়ে যায় এই শীতপোশাক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement