সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলনে বারবার ছাত্রযুবদের গুরুত্বের কথা উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি।
ধর্মতলার অবস্থানমঞ্চের আয়তন বাড়াল তৃণমূল। শনিবার বাম ছাত্রদের বিক্ষোভ ঘিরে সংঘাতের পরিবেশ তৈরি হয়। তারপর রবিবার মঞ্চের পাশাপাশি সংগঠনের এই কর্মসূচিতে জমায়েতও বাড়ানো হয়েছে।
সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলনে বারবার ছাত্রযুবদের গুরুত্বের কথা উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে এদিনই থেকেই রাণি রাসমনি অ্যাভিনিউয়ের মঞ্চও বাড়ানো হয়েছে। দলের তরফে বলা হয়েছে, নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে শুরু এই আন্দোলনকে জোরদার রাখতে এই মঞ্চকেই ব্যবহার করবে তৃণমূল। ডোরিনা ক্রসিং থেকে সরাসরি বাবুঘাটে যাওয়ার রাস্তার দুই অংশই বন্ধ থাকবে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, সব জেলা সংগঠনের তরফে অবস্থানে অংশগ্রহণের আগ্রহ রয়েছে। তাই সেভাবে ব্যবস্থা করা হচ্ছে। এদিন অবস্থান মঞ্চে এসেছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সেন।