Chopra children death

চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু: তৃণমূলকে বৃহস্পতিবার সময় দিলেন রাজ্যপাল

রাজ্যের শাসকদলের প্রশ্ন, অশান্তির অভিযোগে রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তা হলে বিএসএফের গাফিলতিতে চারটি শিশুর মৃত্যুর ঘটনায় সিভি আনন্দ বোস কেন চোপড়া পরিদর্শনে যাবেন না?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭
Share:

চোপড়া চার শিশুর মৃত্যু, পথে তৃণমূল। — নিজস্ব চিত্র।

উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এ নিয়ে আন্দোলনে নেমেছে শাসকদল তৃণমূল। মঙ্গলবার রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। সময় পাওয়া গেলে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা তাঁর সঙ্গে দেখা করবেন। তৃণমূল সূত্রে খবর, রাজপালের কাছে চোপড়ায় যাওয়ার আবেদন জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অশান্তির অভিযোগে রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তা হলে বিএসএফের গাফিলতিতে চারটি শিশুর মৃত্যুর ঘটনায় সিভি আনন্দ বোস কেন চোপড়া পরিদর্শনে যাবেন না? রাজভবন সূত্রের খবর, বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে।

Advertisement

তৃণমূলের প্রতিনিধিদলের থাকবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু, শশী পাঁজা, বিরবাহা হাসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশচন্দ্র বাসুনিয়া এবং কুণাল ঘোষ।

সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় একটি নর্দমা কাটছিল বিএসএফ। সেখানেই খেলা করছিল শিশুরা। আচমকাই ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির নীচে চাপা পড়ে চার শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিএসএফের গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল। রাজ্যপালের কাছেও বিএসএফের বিরুদ্ধে নালিশ জানানো হবে। তাঁকে চোপড়া যেতেও আবেদন জানাবে তৃণমূল। রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়েছে শাসকদলের তরফে। সূত্রের খবর, রাজভবনের তরফে বৃহস্পতিবার তাঁদের সময় দেওয়া হয়েছে।

Advertisement

একই সঙ্গে চোপড়াতেও অবস্থান বিক্ষোভের কর্মসূচি রয়েছে তৃণমূলের। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানহাইয়া অগ্রবাল বলেন, ‘‘চেতনাগাছে ধর্না, অবস্থান কর্মসূচি রয়েছে। আমি যাচ্ছি। শিশুদের মাটি দেওয়ার কাজ শেষ হলে আমরা অবস্থান বিক্ষোভ করব। গোটা জেলাতেই কর্মসূচি আছে।’’

সোমবারই ঘটনার পর চন্দ্রিমা বলেছিলেন, ‘‘বিএসএফের লোকেরা দেখতে পেলেন না, চারটে বাচ্চা খেলতে খেলতে পড়ে গেল!’’ তিনি জানিয়ে দিয়েছিলেন যে, মঙ্গলবার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ হবে। চোপড়ায় প্রতিবাদের পাশাপাশি অন্যান্য জায়গাতেও কেন্দ্রীয় বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি হবে।

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার চোপড়ায় যাচ্ছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement