Suvendu Adhikari

তৃণমূল চাকরি বিক্রি করেছে, নিয়েছে সিপিএম, অভিযোগ শুভেন্দুর

তৃণমূলের বিরুদ্ধে চাকরি বিক্রির পাশাপাশি, সিপিএমের বিরুদ্ধে সেই চাকরি নেওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ২০:৫৪
Share:

তৃণমূল দোকান খুলে চাকরি দিয়েছে, আর সিপিএম সেই চাকরি কিনেছে। —ফাইল চিত্র।

তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এ বার সুর আরও এক ধাপ চড়িয়ে সিপিএমের বিরুদ্ধে সেই চাকরি নেওয়ার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

শনিবার মালদহের বিএসএস হাইস্কুল মাঠে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘‘তৃণমূল চাকরি চুরি করেছে, আর সিপিএম সেই চাকরি নিয়েছে। তাই সিপিএমকে বিশ্বাস করবেন না। তৃণমূল দোকান খুলে চাকরি দিয়েছে, আর সিপিএম সেই চাকরি কিনেছে। আড়াই শতাংশ লেভি দিয়ে সেই চাকরি কিনেছে।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘এই সব কাজের জন্যই সিপিএম আজ পরিত্যক্ত। তাই আর ওদের বিশ্বাস নয়। বাংলার মাটিতে একমাত্র বিকল্প বিজেপিই।’’

এগরা বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এগরা সফর প্রসঙ্গে শুভেন্দু বলেন ‘‘তৃণমূল এখন বোমামূল হয়েছে। চারিদিকে বোমার শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আজ এগরা গিয়েছে, আড়াই লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি চুক্তিভিত্তিক চাকরি দিতে। আমাদের আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর এক জন যেমন বীর আছেন কেষ্ট, তিনি এখন তিহাড়ে। ওখানেও তাঁর একটি সম্পদ ছিল ভানু বাগ। তিনি ভানুর বাড়িতে শ্রাদ্ধ খেতে গিয়েছিলেন।’’

Advertisement

বিরোধী দলনেতার অভিযোগ পিছিয়ে থাকা জনজাতি মানুষের প্রতি শাসকদলের অত্যাচার চলছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘গত এক মাসে রাজবংশী, নমশূদ্ররা খুন হচ্ছেন। কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী মারা গেলেন। তার পরের দিনই ওল্ড মালদহতেও এক জন তফসিলি মহিলা মারা গেলেন। মৃত্যুঞ্জয় বর্মণকে রাত দুটোয় গুলি করে খুন করা হল। ময়নাতেও বিজেপির বুথ সভাপতিকে খুন করা হল। আসানসোলে বিজেপির ওয়ার্ড আহ্বায়ককে মারা হল।’’

বিরোধী দলনেতার অভিযোগের আগেই অবশ্য মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চিত করার অভিযোগ এনেছেন। আর তৃণমূলের থেকে চাকরি পাওয়া অভিযোগ প্রসঙ্গে সিপিএমের পাল্টা, শুভেন্দু তো আগে তৃণমূলে ছিলেন। কী ভাবে চাকরি কেনাবেচা হয় সেটা তিনিই ভাল বলতে পারবেন বলে কটাক্ষ সিপিএমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement