Humayun Show Cause

হুমায়ুনকে শো-কজ়, তিন দিনে জবাব তলব

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১০:০৭
Share:

বিধায়ক হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

‘শৃঙ্খলাভঙ্গে’র অভিযোগে দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে ‘শো কজ়’ করল তৃণমূল কংগ্রেস। এই চিঠি পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ককে তার জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি একাধিক বার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি তুলে দলীয় নেতৃত্বকে ‘বিব্রত’ করেছেন তিনি। এই অবস্থায় বুধবার বিধানসভার দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরে তাঁকে ‘শো কজ়’-এর চিঠি পাঠানো হয়েছে। তবে নিজের মন্তব্যে অনড় থেকে হুমায়ুন এ দিন বলেন, ‘‘আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেছি। তাঁকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। তাঁকে নিয়ে কথা বললে শৃঙ্খলাভঙ্গ হবে কেন? চিঠি পেলে জবাব দেব।’’ তাঁর সংযোজন, “আমি বিধায়ক বা কোনও নেতা হয়ে জন্মগ্রহণ করিনি। অন্যায়ের সামনে আমি মাথা নত করব না। অন্যায়ের প্রতিবাদ করে যাব।”

Advertisement

দলীয় পদক্ষেপের পাশাপাশি হুমায়ুনের ‘পুলিশ এসকর্ট’ সরিয়ে নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। দিন ছয়েক আগে জেলা পুলিশ তাঁর কাছ থেকে ‘পুলিশ এসকর্ট’ সরিয়ে নিয়েছে। তবে আগে থেকে দেওয়া পুলিশের দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে রয়েছেন। দলের বিরুদ্ধে মুখ খোলায় হুমায়ুনের নিরাপত্তায় কোপ পড়ল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। হুমায়ুন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পাশাপাশিই, তৃণমূল সূত্রের খবর, স্থানীয় বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুলিশে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই অভিযোগও দলের শীর্ষ নেতৃত্বের নজরে এনেছেন মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement