তৃণমূলের বিক্ষোভ

কংগ্রেস পরিচালিত জয়নগর-মজিলপুর পুরসভার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মঙ্গলবার পুরসভার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্ষোভ চলে। পুরসভার ভিতরে ঢুকে এই বিক্ষোভকে ‘সংবিধান বিরোধী’ বলে দাবি করেছে কংগ্রেস।

Advertisement
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৬
Share:

কংগ্রেস পরিচালিত জয়নগর-মজিলপুর পুরসভার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মঙ্গলবার পুরসভার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্ষোভ চলে। পুরসভার ভিতরে ঢুকে এই বিক্ষোভকে ‘সংবিধান বিরোধী’ বলে দাবি করেছে কংগ্রেস। পুরপ্রধান সুজিত সরখেলের দাবি, ‘‘আমরা নিরাপত্তার অভাবে ভুগছি। সরকারি নথি লোপাট করা হতে পারে।’’ যদিও তৃণমূলের পাল্টা দাবি, যানজট এড়াতেই পুরসভার ভিতরে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। মহকুমা প্রশাসনের এক কর্তা জানান, তাঁদের কাছে এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement