প্রতীকী ছবি
পুরনির্বাচন সামনে রেখে কলকাতায় প্রচার শুরু হতেই সংঘাতে জড়াল বিজেপি এবং তৃণমূল। আনুষ্ঠানিক ভাবে শুক্রবার থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। কসবায় বিজেপির প্রচার কর্মসূচি নিয়ে বিবাদের জেরে এ দিন পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই ঘটনার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন দুই দলের নেতারা।
দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে এ দিন কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে প্রচারে নেমেছিলেন বিজেপি নেতারা। কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের নারকেলবাগান ইন্দুপার্কে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তৃণমূলের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সম্পর্কে কিছু মন্তব্য করলে স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, ‘‘রাজনৈতিক প্রচার করতে এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছিলেন ওই নেতা। মানুষ তা রুখে দিয়েছে।’’ সব্যসাচী এমন অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বেহালাতেও। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এখানে কোনও আইনের শাসন নেই। আমাদের নেতাকর্মীদের আটকে রেখেছে। আসলে তৃণমূল ভয় পাচ্ছে।’’