Tapas Saha in Recruitment Scam

নিজাম প্যালেসে হাজির বিধায়ক তাপস! এ সপ্তাহেই ডেকে পাঠিয়েছিল সিবিআই

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের বিধায়ক তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরই দলের বেশ কিছু নেতা। তার প্রেক্ষিতে তাঁর বাড়িতে তল্লাশি হয়। এ বার তলবও করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১২:০৪
Share:

গত শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। ফাইল চিত্র

সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন বিধায়ক তাপস সাহা। তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে গত সপ্তাহেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। টানা ১৫ ঘণ্টার সিবিআই তল্লাশি শেষ হওয়ার পর লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তাপস! সেই তাপসকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ সপ্তাহে নিজামে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সংস্থার এক আধিকারিকের সূত্রে জানা গিয়েছিল সেই খবর। মঙ্গলবার সকালেই তেহট্টের বিধায়ক নিজাম প্যালেসে এসে পৌঁছন।

Advertisement

টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরই দলের বেশ কিছু নেতা। সেই সব অভিযোগের জেরেই গত শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি করেন তাপসের বাড়ি, তাঁর আপ্তসহায়কের বাড়ি, এমনকি, বাড়ির পাশে পুকুরপাড়েও। শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে শুরু হয়ে পর দিন ভোর সওয়া ৬টা পর্যন্ত চলে সিবিআইয়ের তল্লাশি এবং তাপসকে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে প্রায় ১৫ ঘণ্টার ওই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গেলেও তাপসকে সেদিন গ্রেফতার করেনি সিবিআই। পরে তাপস দাবি করেছিলেন, সিবিআই তাঁকে বলেছে, তিনি নাকি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। যদিও সিবিআই সূত্রে এই দাবির কোনও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। এর মধ্যেই তাপসকে কলকাতায় ডেকে পাঠায় সিবিআই। তলব পেয়ে তাপসও হাজির হন নিজামে।

সিবিআই সূত্রে জানা গিয়েছিল, তাপসের বাড়ির পাশের পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। যদিও তাপসকে সেই নথিসংক্রান্ত বিষয়ে ডাকা হয়নি। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের দল। সেখান থেকেও কিছু নথি পাওয়া গিয়েছে। সে ব্যাপারে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত, তাপসের পুত্র সাগ্নিক কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর বাসিন্দা। শনিবার তাঁকেও বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআইয়ের একটি দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement