বিজেপিতে যোগ দিলেন মণিরুল ইসলাম। ছবি: টুইটার থেকে
এ বার খাস অনুব্রত মণ্ডলের গড়ে থাবা বসাল বিজেপি। গত কাল তিন বিধায়ক এবং কাউন্সিলরদের বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ধাক্কা তৃণমূলে। এ বার বিজেপিতে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।
লাভপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন তিনি। তবে রাজ্যে ২০১১ সালে রাজ্যে পালাবদলের আগেই তৃণমূলে যোগ দেন তিনি। তার পর থেকে তৃণমূলে থাকলেও কার্যত কোণঠাসাই ছিলেন মণিরুল। দলের অন্দর মহলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী শিবির বলেও পরিচিত। সেই মণিরুলই এ বার দলবদল করে যোগ দিলেন বিজেপিতে।
মণিরুল ইসলামের আরও কয়েক জন অনুগামীও এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।
এই দলবদল প্রসঙ্গে বরাহনগরের তৃণমূল বিধায়ক বলেন, ‘‘বিজেপি কত দফায় কাদের কাদের যোগ দেওয়াবে, তাতে আমরা চিন্তিত নই। মানুষ আমাদের সঙ্গে রয়েছেন কিনা, সেটা প্রমাণ করব ২০২০-২১ সালে। তখন দেখা যাবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।’’
বিজেপির সাংবাদিক বৈঠক
• মুকুল: যাঁরা নিজের দল ছেড়ে বিজেপিতে এসেছেন, তাঁরা স্বেচ্ছায় এসেছেন
• মুকুল: বাংলায় যে সন্ত্রাস, গন্ডগোল চলছে, সেটা তৃণমূল কংগ্রেসই করছে
• মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অগণতান্ত্রিক কার্যক্রম চলছে, বললেন মুকুল রায়
• শান্তিপুরের বিধায়ক কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, এখন তৃণমূলে
• নদিয়ার তৃণমূল জেলা সভাপতি কোন দল করছেন জিজ্ঞেস করুন
• বাংলায় উন্নয়নের জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন: কৈলাস
• বাংলায় পুরো অরাজকতা চলছে, সেই কারণেই বিজেপিতে আসছেন তৃণমূল নেতা-কর্মীরা, বললেন কৈলাস বিজয়বর্গীয়
• এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন মুকুল রায়
• বিজেপিতে এলেন বিধায়ক মণিরুল ইসলাম
• বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাও
(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় একটি জায়গায় ভুলবশত মণিরুল ইসলামের পরিবর্তে লেখা হয়েছিল ‘সেই অনুব্রতই এ বার বিজেপিতে যোগ দিলেন’। তা ঠিক নয়। অনুব্রত তৃণমূলেই রয়েছেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত)