TET Scam

TET Scam: ভগবানকে ধন্যবাদ, প্রয়াত শ্বশুরের সম্পত্তির হলফনামা চায়নি! টেট মামলায় বললেন মানিক

টেট মামলায় পুরো পরিবারের সম্পত্তির হিসাব চাওয়ায় মৃত শ্বশুরের প্রসঙ্গ তুললেন মানিকের আইনজীবী। এই নিয়োগে অপরাধমূলক কোনও কিছু হয়নি দাবি এজি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:২৯
Share:

তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ফাইল চিত্র।

টেট মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। বৃহস্পতিবার মানিকের আইনজীবী সেই নির্দেশকে ‘কটাক্ষ’ করেন ডিভিশন বেঞ্চের শুনানিতে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তাঁর সওয়াল, ‘‘এই মামলায় মানিকবাবু-সহ তাঁর পরিবারের সকলের সম্পত্তির হলফনামা চাওয়া হয়েছে। ভগবানকে ধন্যবাদ যে, ওঁর প্রয়াত শ্বশুরের সম্পত্তির হলফনামা চাওয়া হয়নি।’’

Advertisement

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মানিক, তাঁর স্ত্রী, ছেলে এবং বিয়ের আগে পর্যন্ত মেয়ের সম্পত্তির হলফনামা চায় হাই কোর্টের একক বেঞ্চ। পাশাপাশি, তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় আদালত। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মানিক। বৃহস্পতিবার আদালতে তাঁর আইনজীবীর বক্তব্য, ‘‘একটি স্বশাসিত সংস্থার পদ থেকে এ ভাবে বরখাস্ত করতে পারে না আদালত। কোথাও, কোনও ভুল হয়ে থাকলে তা সংগঠিত ভাবে হয়েছে। এবং সংস্থাকে সেই ভুল সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। অথচ এ ক্ষেত্রে আগেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে মানিককে।’’

এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যুক্তি, ‘‘গত চার বছরে এই নিয়োগ নিয়ে কোনও অভিযোগ করা হয়নি। কয়েক জনকে ১ নম্বর দেওয়া নিয়ে দুর্নীতির তত্ত্ব খাড়া করা হচ্ছে। যদি ধরেও নিই কোনও অনিয়ম হয়েছে, তবে তা অপরাধমূলক বলা যায় না!’’ তিনি আরও বলেন, ‘‘এই নিয়োগে দ্বিতীয় প্যানেল প্রকাশ করার কথা বলা হচ্ছে। তা হয়তো আইনে নেই, কিন্তু কোনও কোনও ক্ষেত্রে প্রয়োজীনয়তা বা বিকল্প পদ্ধতি রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন ছিল বলেই দ্বিতীয় প্যানেল বার করা হয়।’’

Advertisement

বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে বিচারপতি তালুকদারের মন্তব্য, ‘‘বিষয়টি নিউটনের আপেলের মতো। গাছের নীচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি ১ নম্বর দেওয়া হল। এই ১ নম্বর হচ্ছে নিউটনের আপেল!’’ বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষ হয়নি। শুক্রবার ফের মামলাটি শুনানির জন্য উঠবে ডিভিশন বেঞ্চে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement